বয়স কেবল সংখ্যা মাত্র! ‘কমলা নৃত্য করে’ গানে দুর্দান্ত নাচ বৃদ্ধা ঠাকুমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘কমলা নৃত্য করে’ গানটিতে এর আগে বহুজন পা মিলিয়েছে; কিন্তু এবার এক বৃদ্ধাকে দেখা যাবে এখানে! এমনটা হয়তো কেউ আশা করেনি। হাঁটুর বয়সী যে কোন যুবতীকেও ‘টেক্কা’ দেবে এই ‘বৃদ্ধা’! ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছে; মুহূর্তেই ভাইরাল (viral) হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে ‘বৃদ্ধার নাচ’। ভীষণ অপূর্ব ভাবে কথার সাথে প্রত্যেকটি ‘তাল’ মিলিয়ে, ‘কমলা নৃত্য করে’ গানটির রিমিক্স-এ এচেছেন এই বৃদ্ধা। তার পরনে ছিল; ‘নীল-সাদা শাড়ি’ আর চোখে ‘কালো রঙ’-এর সানগ্লাস! দেখেই বোঝা গেছে, কোন এক গ্রাম্য পরিবেশে ভিডিওটি শুট করা হয়েছে! এবং হয়তো তিনি থাকেনও গ্রামের কোন একটি বাড়িতে। সমস্ত শরীর দুলিয়ে নাচছে বৃদ্ধা, তার নাচ দেখে অবাক, নেট পাড়ার বাসিন্দারা। এই বয়সেও এত ফিটনেস যে থাকতে পারে তা দেখে কার্যত ‘তাজ্জব’ গোটা ‘নেট-দুনিয়া’। এরকম একটি ভিডিও দেখে, দর্শকদের কমেন্ট উপচে পড়েছে! কেউবা তাকে ‘রকস্’ বলেছেন; কেউ আবার তার বন্ধুকে মেনশন করে ; ডেকে বলেছে, “এটা তার শাশুড়ি হবে”। নেটিজেনদের দের বেশ ভালোই লেগেছে, এই ‘বৃদ্ধা’র নাচ, বেশিরভাগ জনেই প্রশংসা করেছেন এই বছর সত্তরের বৃদ্ধার ক্ষমতাকে।