×
Tech newsনিউজ

এবার সিম ও DTH ছাড়াই বিনামূল্যে দেখতে পারবেন টিভি চ্যানেল! Jio নিয়ে এলো নয়া ডিভাইস

Advertisements
Advertisements

ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে ‘রিলায়েন্স জিও’ (Reliance Jio) অন্যতম। তবে এবার শুধু ফোন বা ওয়াইফাই নয়, টিভির জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে এলো এই টেলিকম সংস্থা। এক নতুন ডিভাইস আনতে চলেছে রিলায়েন্স জিও, যার মাধ্যমে টেলিভিশনের বিভিন্ন চ্যানেল দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য দরকার হবেনা কোন ডিটিএইচ বা জিও সিমের।

Advertisements

জানা গেছে এই বিশেষ ডিভাইসটির নাম ‘জিও মিডিয়া কেবল’। এটি একটি স্ট্রিমিং মিডিয়া ডিভাইস, যাতে টিভিতে মিডিয়া স্ট্রিম করা যাবে। অতি সহজে এই পরিষেবা পেতে নির্দিষ্ট ডিভাইসটি কিনে, তার সাথে টিভিকে কানেক্ট করতে হবে। সেট টপ বক্সের মতনই জিও এই ডিভাইসটি বের করেছে। তবে এতে নির্দিষ্ট কয়েকটি চ্যানেলই দেখা যেতে পারে।

জিও সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ডিভাইসের ব্যাপারে কিছুই বলা হয়নি। তবে জানা গেছে, এই ডিভাইসটি একটি লাল ও নীল রঙের বাক্সে থাকবে। লাল বক্সে থাকলে সেটি HDMI কেবেলের সাথে এলসিডি বা এলইডি টিভিতে যুক্ত করা যাবে। অপরটি পুরনো কেবল পদ্ধতিতে যুক্ত করা যাবে। মোট তিনটি পিন দেওয়া হবে।

নির্দিষ্ট কোন সিম লাগবে না এই ডিভাইসের জন্য, যেকোনো সংস্থার সিমই ব্যবহার করা যাবে। দামের দিক থেকে সেরকম ভাবে কিছু বলা না হলেও, জানা গেছে ২০০০ টাকারও কমবে লঞ্চ করবে এই ডিভাইস। এছাড়া যদি কারোর জিও ফোন বা এন্ড্রয়েড ফোন থাকে তাহলেও এই ডিভাইস কাজ করবে।

Advertisements