×
নিউজ

আর প্লেনে নয় এবার ট্রেনে চড়েই সফর করা যাবে সিঙ্গাপুর! কিভাবে পৌঁছাবেন দেখে নিন

Advertisements
Advertisements

ভ্রমণ পিপাসুদের এক স্বপ্নের ডেস্টিনেশন হলো ‘সিঙ্গাপুর’। প্রত্যেক মানুষকেই এই শহরটি যেন আলাদাভাবে আকৃষ্ট করে! ভারত থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য অন্যতম পরিবহন ব্যবস্থা হল ‘প্লেন’। এরোপ্লেন ছাড়া কোনভাবেই কম টাকায় সিঙ্গাপুর পৌঁছানো সম্ভব নয়। যার ফলে অনেকেই হয়তো তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারেনা।

Advertisements

কিন্তু এবার এই সফর সম্ভব হবে ট্রেনের মাধ্যমে। বাজেটের পাশাপাশি পাসপোর্ট ও ভিসা ছাড়াই পৌঁছে যাওয়া যাবে সিঙ্গাপুরে। শুনতে অবাক লাগে এটাই সত্যি! অত্যন্ত কম খরচে আরামদায়ক জার্নি পাওয়া যাবে ট্রেনের পরিবহন ব্যবস্থার মাধ্যমে।

তবে ভারত থেকে সিঙ্গাপুর যেতে গেলে সবার প্রথমে পৌঁছাতে হবে উড়িষ্যা রাজ্যে। আসলে এখানে যে সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে সেটি আসলে, উড়িষ্যায় অবস্থিত সিঙ্গাপুর রোড স্টেশন। এটি যেহেতু ভারতের মধ্যে অবস্থিত, তাই এখানে যাওয়ার জন্য কোনরকম ভিসা বা পাসপোর্ট লাগবে না। ট্রেনের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে অতি সহজেই। এই স্টেশনে কোড হলো SPRD/ Singapur road।

তবে আগে থেকে দেখে শুনে এই জায়গার উদ্দেশ্যে যাওয়া উচিত। কারণ এই স্টেশনের উপর দিয়ে অনেক ট্রেন চলাচল করলেও, খুব কম ট্রেন এখানে দাঁড়ায়। অনেকেরই ড্রিম ডেস্টিনেশন সিঙ্গাপুর, যার ফলে এই বিশেষ নামের স্টেশনটি তাদের জন্য বেশ মজাদার। তবে শুধু এটিই নয়, ভারতে এরকম অনেক অবাক করা রেলস্টেশন রয়েছে। যেমন যোধপুরে ‘বাপ রেলওয়ে স্টেশন’, জয়পুরে ‘সালি’।

Advertisements