মধ্যবিত্তের মাথায় হাত, আজ থেকে আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, একমাসের মধ্যে ৪ বার

ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন। রবিবার রাতে আবার নতুন দাম ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এই দাম ১ মার্চ, অর্থাৎ সোমবার থেকে কার্যকর করা হবে। ফেব্রুয়ারি মাসে ৩০ দিনেরও কম সময়ের মধ্যে পরপর ৪ বার দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। শেষবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল গত ২৫ ফেব্রুয়ারি।
এবার রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা IOCL থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আজ, সোমবার থেকে ১৪.২ কিলো গার্হস্থ্য ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আরও ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পরে প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের নতুন দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা।
গত ফেব্রুয়ারি মাসে তিন দফায় এলপিজি সিলিন্ডারের দাম মোট ১০০ টাকা বেড়েছিল। গত ৪ ফেব্রুয়ারি ২৫ টাকা এবং ১৫ ফেব্রুয়ারি ৫০ টাকা এবং ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি। এর সঙ্গে এইবারের বৃদ্ধি যুক্ত করলে ৩০ দিনের কম সময়ে দেশে ভর্তুকিহীন প্রতিটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা।
এই দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তের মাথায় হাত। আবার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেলেও এখন কেন্দ্রীয় সরকারি ভর্তুকি কমতে কমতে তলানিতে এসে দাঁড়িয়েছে। এরপর গ্রাহকরা কত টাকা ভর্তুকি পাবেন তা জানানো বহু আগেই বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।