×
নিউজ

National Pension scheme : বিয়ে করলেই পাবেন মোটা টাকা পেনশন, কেন্দ্রীয় সরকারের এই নয়া প্রকল্পে আজই নাম লেখান

Advertisements
Advertisements

অন্যান্য অনেক প্রকল্পের মত এবার কেন্দ্রীয় সরকার আরো একটি প্রকল্প নিয়ে এলো বিবাহিত যুগলদের জন্য। এর আগেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে মোদী সরকার বহু উন্নয়নমূলক স্কিম নিয়ে এসেছে ভারতীয় বাজারে। এর মধ্যে অন্যতম হলো উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা আরো অনেক কিছু।

Advertisements

এবার বিবাহিতদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নিয়ে এলো এক নয়া পেনশন স্কিম। এর নাম হতে চলেছে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা (Pradhammantri Vaya Bandana Yojona)। ইতিমধ্যেই বহু মানুষ এই স্কিমে তাদের নাম নথিভুক্ত করে ফেলেছেন। একমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই এই স্কিমের আওতায় নাম লেখাতে পারবে এবং ৬ মাসে, ৩ মাসে কিংবা বছরে তারা পেনশন পাবে।

জেনে নিন বিশেষ কিছু নিয়ম-

১) শুধুমাত্র বিবাহিত দম্পতিদেরই এর সুযোগ দেওয়া হবে।

২) এলআইসির (LIC) পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি প্রযোজনা করছে।

৩) বিবাহিত দম্পতিদের বয়স অবশ্যই ষাট বছরের উপর হতে হবে।

৪) এই স্কিমে প্রায় ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এছাড়া গ্রাহকেরা প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত যেকোনো একটি শাখায় বিনিয়োগ করতে পারে।

৫)এক্ষেত্রে বিনিয়োগকারীরা এলআইসি মারফত এই স্কিমে মাসে ৯২৫০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারে। যদি স্বামী-স্ত্রী দুজনেই এই খাতে বিনিয়োগ করে, তাহলে তারা ১৮,৫০০ টাকা পেনশন পাবে দুজনের মিলিয়ে। যদি কোন দম্পতি ৮ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করে, তাহলে মাসে ৫০০০ টাকা পেনশন পাবে।

৬) যে কোন বিনিয়োগকারীকে সরকার তার প্রাপ্ত পেনশনের উপরে ৭.৪% হারে সুদ দেবে।

৭)কমপক্ষে ১০ বছর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে হবে।

৮)এছাড়া বিনিয়োগকারী তার দরকার মতো অর্থ তুলতেও পারবে এই স্কিম থেকে।

Advertisements