×
নিউজ

মেট্রোয় মাত্র ৪৫ সেকেন্ডে হাওড়া থেকে এসপ্ল্যানেড! গঙ্গার নিচে তৈরি হচ্ছে নয়া সুরঙ্গ পথ

Advertisements
Advertisements

গঙ্গা বক্ষ নানান ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে শুধু গঙ্গা বক্ষ নয়, এবার গঙ্গার তলা দিয়েও তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী সুরঙ্গ পথ। কলকাতায় পা রাখার জন্য সবার প্রথমেই যেতে হয় হাওড়াতে, এই হাওড়ায় গেলেই বোঝা যায় কিভাবে গঙ্গা দুটি ঐতিহ্যবাহী শহরকে আলাদা করে দিয়েছে। তবে এবার আর কোন ঝঞ্ঝাট নয়! সুরঙ্গ পথে এবার থেকে এইমাত্র ৪৫ সেকেন্ডে পৌঁছে যাওয়া যাবে ওই পারে। হাওড়া ময়দান থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। মহানগরীর মুখে ফুটতে চলেছে হাসি।

Advertisements

চলতি বছর থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোরতে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া মেট্রোর মাধ্যমে। এই বছরের ডিসেম্বর মাস থেকেই আশা করা যাচ্ছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড মেট্রোর পরিষেবা শুরু হবে। এছাড়া হাওড়া ময়দানের সাথে সেক্টর ফাইভ সংযুক্তিকরণের কাজও আরো অনেক জোর গতিতে চলছে বলে জানিয়েছে, পূর্ব রেলের ম্যানেজার।

ইতিমধ্যেই গঙ্গার নিচে সুরঙ্গ তৈরি করার কাজ শেষ হয়ে গেছে। এরপর শিয়ালদার যাওয়ার যে ২.৫ কিলোমিটারের পথ, তা তৈরি করা হলে মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাবে। প্রতিদিন হাজার হাজার লোক নানান সমস্যার সম্মুখীন হন, এই যাতায়াতের সুবিধা না থাকার জন্য। এবার এই পথে মেট্রো রেল পরিষেবা চালু হলে তা অনেকটাই ঘুঁচবে।

এর আগে এই পথে কোনরকমই প্রজেক্ট হয়নি। হাওড়া থেকে সেক্টর ফাইভ পৌঁছানোটা হতে চলেছে অতি সহজ শুধুমাত্র এই সুরঙ্গ পথের দ্বারাই। যদিও এর জন্য কত ভাড়া লাগবে, তা এখনো জানা যায়নি। তবে প্রত্যেকেই অপেক্ষা করে আছে সেই সুবর্ণ সময়ের জন্য।

Advertisements