×
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/viralgiga/public_html/wp-includes/formatting.php on line 4614
নিউজ

ব্লাউজ ছাড়া শাড়ি পরে ক্যামেরায় ধরা দিলেন ‘মায়াকুমারী’ ঋতুপর্ণা

Advertisements
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/viralgiga/public_html/wp-includes/formatting.php on line 4614
Advertisements

টলিপাড়ার এভারগ্রিন অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupa)। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত তার অভিনয় দক্ষতা জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গেছে। একসময় বাংলার প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় ছিলেন তিনি। বর্তমানে অভিনয় জীবন থেকে বেশ কিছুটা দূরে সরে গেলেও, অনুরাগীদের কাছ থেকে দূরে সরেন নিয়ে তিনি।

Advertisements

সম্প্রতি বাঙালি সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। শীতের মরসুম ভুলে একেবারে উষ্ণ অবতারের নেটিজেনদের নজর কেড়েছে সে। তিলোত্তমা জুড়ে বরফ পরার হিড়িক উঠলেও নেট দুনিয়ায় ঋতুপর্ণার ব্লাউজ ছাড়া এই ছবিগুলির রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। ছবিগুলিতে অভিনেত্রী নিজেকে সাজিয়ে তুলেছিলেন বাঙালি সাজে। তার পরনে ছিল লাল পাড় এবং ঘিয়ে রঙের সিল্কের শাড়ি। মুখে ছিল ন্যুড মেকআপ সাথে ন্যুড লিপস্টিক । শরীর জুড়ে ছিল সোনার অলংকার। অভিনেত্রীর হাতে ছিল আলতা দিয়ে নানান কারুকার্য।

স্বাভাবিকভাবেই একদম বাঙালি সাবেকি সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। যার চোখের মধ্যেও স্পষ্ট সাবেকি চাহনি। তবে অভিনেত্রী পড়নে ব্লাউজ ছিলনা, একেবারে পুরনো দিনের বাঙালিয়ানৃ ছিল তার মধ্যে। ছবিগুলির সাথে বিভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই পোস্টটি ঘিড়ে নানান মন্তব্য ধেয়ে এসেছে। কেউ লিখেছে, “একেবারে বাঙালি রমণী লাগছে তোমায়”, কেউবা লিখেছে, “আসন্ন ছবির জন্য শুভকামনা”।

 

View this post on Instagram

 

Shared post on

এই ছবিগুলোর সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “আমার অন্তরের মায়াকুমারীর সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছি”। আসলে আগামী ১৩ই জানুয়ারি আসতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘মায়াকুমারী’, সেই ছবিরই ইঙ্গিত এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী তুলে ধরেছেন। এই ছবিতে ঋতুপর্ণার সাথে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কেও।

Advertisements
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/viralgiga/public_html/wp-includes/formatting.php on line 4614
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/viralgiga/public_html/wp-includes/formatting.php on line 4614