×
নিউজ

TATA-কে টেক্কা দিতে জানুয়ারিতে মার্কেটে আসতে চলেছে দুর্দান্ত Mahindra XUV400 EV, দেখুন দাম কত হবে

Advertisements
Advertisements

বর্তমান বাজারে বেশ ভালো জায়গা দখল করে আছে mahindra। SUV হোক বা এমবিপি সবেতেই মাহিন্দ্রা সর্বসেরা। এমনকি নভেম্বরে পর্যন্ত মাহিন্দ্রার xuv মডেল অধিক মাত্রায় বিক্রি হয়ে, রেকর্ড তৈরি করে ফেলেছে। বর্তমানে অবশ্য ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে, সেই কথা মাথায় রেখে মাহিন্দ্রা নিয়ে আসছে একদম নতুন মডেলের গাড়ি, যা টেক্কা দেবে অন্য যে কোন কোম্পানির গাড়িকে।

Advertisements

সামনের বছরেই ভারতীয় বাজারে আসতে চলেছে মাহিন্দ্রা সংস্থার পক্ষ থেকে
XUV ইলেকট্রিক গাড়ি। ইতিমধ্যেই মাহিন্দ্রা তাদের নতুন ইলেকট্রিক গাড়ির স্পেসিফিকেশন বের করে ফেলেছেন। এই সংস্থার আইসিই মডেল xuv ৪০০ মডেলের মতো করেই তৈরি করা হয়েছে, নতুন xuv মডেল।

দেখে নেওয়া যাক এই গাড়ির বিশেষ স্পেসিফিকেশন কি কি:

এই গাড়িটি একবার চার্জ দিলে ৪৫৬ কিলোমিটার পর্যন্ত চলবে। মাত্র ৫০ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ চার্জ করাতে সক্ষম। এই গাড়ির ব্যাটারি ব্যাক আসবে ৯০.৪ কিলোওয়াট আওয়ারে। এছাড়া এতে থাকবে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, যার টর্ক ৩০০ এমএন এবং আউটপুট ১৫০ পিএস। এই গাড়িতে থাকছে একটি ইলেকট্রিক সান রুফ, ছটি এয়ার ব্যাগ, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যাল্যয় হুইল, একটি রিয়ার পার্কিং ক্যামেরা, ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম।

দেখে নেওয়া যাক এই গাড়ির ফিচার:

এই গাড়ি লঞ্চের সময়কালীন মূল্য ঘোষনা করা হয়েছিল 15 লক্ষ টাকা। এই গাড়ির সাথে যদি TATA Nexon EV কে প্রতিযোগিতায় ফেলা হয়, তাহলে দামের বেশ ভালই তারতম্য থাকবে কারণ টাটা নেক্সন ইভির বর্তমান মূল্য ১৪.৯৯ থেকে ২০.০৪ লক্ষ টাকা।

Advertisements