প্রিমিয়ামের থেকে ৭ গুণ বেশি টাকা মিলবে, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত সুযোগ আনলো LIC

টাকা আয় এবং ব্যয় করার পাশাপাশি জমানো হল এক অন্যতম প্রয়োজনীয় জিনিস। টাকা জমানোর ক্ষেত্রে বহু যুগ ধরে অনেকেই এলআইসি (LIC) অর্থাৎ ‘লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’র উপরে ভরসা করে আসতেছে সকলে। দুর্দান্ত কিছু স্কিম রয়েছে এই এলআইসিতে, যার মাধ্যমে আমানতকারী তার টাকা দ্বিগুণ হারে ফেরত পেতে পারে নির্দিষ্ট সময় পরে। এবার এলআইসি নিয়ে এলো জীবন আজাদ পলিসি নামক এক স্কিম। বিভিন্ন সুবিধার পাশাপাশি থাকবে মৃত্যু কালীন সুবিধা। খুব সহজেই অর্থ বিনিয়োগের মাধ্যমে অনেক গুণ বেশি টাকাও ফেরত পাওয়া যাবে।
গ্রাহককে অন্তত ১৫ থেকে ২০ বছরের জন্য এই পলিসি করতে হবে। এছাড়া তিন মাস বয়সের যেকোনো শিশু থেকে শুরু করে ৫০ বছর বয়স পর্যন্ত যেকোনো ব্যক্তির নামেই অতি সহজেই এই স্কিম করা যাবে। এই স্কিমের ভিডিও করার আগেই ‘বেসিক সাম অ্যাসিওর্ড মানি’ বেছে নিতে হবে। এছাড়া অর্থের পরিমাণ দাঁড়াতে পারে দুই থেকে পাঁচ লক্ষ টাকা।
এই স্কিম যত বছরের জন্য করা হবে তার থেকে মোট আট বছর কম প্রিমিয়াম জমা দিতে হবে। কেউ যদি ২০ বছরের জন্য পলিসি করে, তাহলে সেখান থেকে ৮ বছর বাদ দিয়ে (২০-৮=১২), তাকে মাত্র ১২ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়ামে টাকা গ্রাহক তার সুবিধা মত বছরে, মাসে, তিন মাসে কিংবা অর্ধবর্ষেও দিতে পারে।
এবার দেখে নেওয়া যাক এই স্কিমের কিছু সুযোগ সুবিধা
১) এই স্কিমে যে টাকাটি নির্বাচন করা হবে পলিসি হোল্ডার বেঁচে থাকলে সেই টাকাটি পেয়ে যাবে।
২) এই স্কিমে গ্রাহক যে কাউকে নমিনি রাখতে পারে। সেক্ষেত্রে গ্রাহকের মৃত্যুর পরে সেই টাকা ১০৫% নমিনি পাবে না।
৩) এছাড়া যদি কোন ভাবে গ্রাহকের মৃত্যু হয় সেক্ষেত্রে বেসিক সাম অ্যাসিওর্ড মানি এবং বার্ষিক যে প্রিমিয়াম, তার সাতগুণ টাকাটি দাঁড়াবে? তা নমিনির হাতে তুলে দেওয়া হবে।
Disclaimer : প্রতিবেদনটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।