‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’, কিউট এক্সপ্রেশনে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ শিশু কন্যার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

শিশু শিল্পীর উপস্থাপনা কার না ভালো লাগে! হামেশাই এরকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসে। যা দেখার জন্য সাধারণ মানুষ প্রায় আগ্রহী হয়ে বসে থাকে বললেই চলে।
এরকমই এক ক্ষুদে শিশুর ভিডিও ভাইরাল (viral) হলো সোশ্যাল মিডিয়াতে। অঙ্কিতার গাওয়া ‘কমলা’ গানে তার নৃত্য উপস্থাপনা, অবাক করে দিয়েছে নেটিজেনদের! ভিডিওটি তে যে বাচ্চা টিকে দেখা গেছে, তার বয়স হয়তো ৪ কি ৫। এর মধ্যেই তার দুর্দান্ত ভঙ্গিমা তে নাচ করা দেখে প্রশংসায় ‘পঞ্চমুখ’ সবাই।
ছোট্ট মেয়েটির পরণে ‘লাল শাড়ী’, পা-এর ‘আলতা’, এছাড়াও গোটা গা ভর্তি তার গয়না, হাতে ‘সবুজ চুড়ি’। এইসব কিছু পরেই আলতো-আলতো পা-এ সে বাড়ির ছাদ জুড়ে নাচের তাল তুলে ধরছে। এত ছোট্ট শিশুর; এত মিষ্টি উপস্থাপনা ভালো না লেগে যায় কোথায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেওয়া মাত্রই নেটিজেনদের মন্তব্য উপচে পড়েছে। ইউটিউবে (YouTube) ‘ ড্যান্স উইথ আয়াত’ (Dance with ayat) নামের অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছে ভিডিওটি। ইতিম্যেই ভিডিওটির ভিউজ ছাড়িয়েছে ‘৮ হাজারের’। দর্শকেরা তার নাচ দেখে তার মধ্যে “ভবিষ্য শিল্পী কে দেখতে পাচ্ছে” এমন টাও জানিয়েছে।