এক জুতো পরেন না দুবার! নীতা আম্বানির লাইফ স্টাইল শুনলে চমকে যাবেন

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তথা দেশের সবথেকে ধনী ব্যক্তি হলেন ‘মুকেশ আম্বানি’ (Mukesh Ambani)। আর তার স্ত্রী ‘নীতা আম্বানি’ (Nita Ambani) হল তার ঘরণী। বর্তমানে তার হাতে রয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিকানার চাবিকাঠি। তাকে নিয়ে দর্শকমহলের কৌতূহল সর্বোচ্চ! কতটা বিলাসবহুল জীবনযাপন করেন তিনি, কি খান, কোন ঘরে থাকেন, সারাদিন তিনি কি করেন, তার রান্নাঘর কেমন, পোশাক-আশাকের ধরন কেমন; এইসব নিয়েই আলোচনা চলে দর্শক মহলে। আজ এই প্রতিবেদনে দেখে নেব, তার রোজকার জীবনের কিছু দরকারী জিনিসের তথ্যাদি।
View this post on Instagram
দামি চায়ের কাপ- জানা গেছে সকালে ঘুম থেকে উঠে নীতা টাকা আম্বানি যে কাপে চা খায়, তার দাম ৩ লক্ষ টাকা। এটি ২২ ক্যারেট সোনা এবং প্লাটিনাম খচিত ক্রকারি প্রকারের একটি সেট। যা দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি।
View this post on Instagram
দামি জল- নীতা আম্বানি বিশ্বের সবথেকে দামি জল খান। যার ৭৫০ মিলিলিটার বোতলের দাম ৬০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকা। তার জলের বোতল আসে ফ্রান্স ও ফিজি থেকে। জানা যায় এই জলে নাকি পাঁচগ্রাম মত স্বর্ণ ভস্ম রয়েছে, যা মানব দেহের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর।
দামি হাত ব্যাগ- জানা গেছে কুমিরের চামড়া দিয়ে তৈরি একটি ব্যাগ ব্যবহার করেন নীতা আম্বানি, যার দাম ২ কোটি ৬ লক্ষ টাকা।
হরেক রকম ঘড়ি- তার ঘরে রয়েছে র্যাডো, গুচ্চি কেলভিন ক্লেন, ফসিল জাতীয় সব থেকে দামি দামি ঘড়ি।
জুতোর বাহার- ঘুরিয়ে ফিরিয়ে জুতো পরতে বেশ পছন্দ করেন নীতা। তার বাড়ির জুতোর তাকে রয়েছে পাত্র, গ্রাসিয়া এই জাতীয় বিদেশি সংস্থার জুতো।