এ বছর জামাইষষ্ঠী কবে? কত ক্ষণ থাকবে ষষ্ঠী তিথি, জানুন

জামাইরা বরাবরই শ্বশুরবাড়িতে একটু বিশেষ আদর যত্ন পেয়ে থাকে। তবে এর সাথে উপরি পাওনা হলো জামাইদের জন্য ধার্য করা একটি বিশেষ দিন ‘জামাইষষ্ঠী’। জৈষ্ঠ মাসের নির্দিষ্ট তিথিতে সমস্ত জামাইদের মঙ্গল কামনার জন্য, তাদের শাশুড়িরা এই ব্রতটি পালন করে। প্রতিবছরের মত এ বছরও ২৫শে মে বৃহস্পতিবার অর্থাৎ বাংলার ১০ই জ্যৈষ্ঠ পরেছে জামাই ষষ্ঠী।

আসলে এই বিশেষ তিথি এবং অনুষ্ঠানের নামটি হল অরণ্য ষষ্ঠী। শুধু জামাই বললে ভুল হবে, বাড়ির অন্যান্য সন্তানদের উদ্দেশ্যে এবং মঙ্গল কামনায়ক এই পুজো হয়ে থাকে। জৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের ষষ্টী তিথিতে এই ব্রত পালন করা হয়।

এবছর ভোর ২:২২ থেকে এই শুভ লগ্ন পড়তে চলেছে। এর পাশাপাশি এই ২৬ শে মে শুক্রবার অর্থাৎ পরের দিন সন্ধ্যা ৬:৩২ পর্যন্ত থাকবে সময়। জামাইকে বিশেষ কিছু নিয়ম অনুসারে প্রায় ৬ টি ফল নিবেদন করেন তার শাশুড়ি মা। এর আগে মা ষষ্ঠীকে এই ফল নিবেদন করতে হয়। এরপরে জলে চোবানো ঠান্ডা তালপাতায় বাতাস করা হয় জামাইকে।

জামাই ও সন্তান উভয়ের হাতেই বেঁধে দেওয়া হয় বিশেষ মাঙ্গলিক সুতো। এছাড়া বাড়তি সংযোজন হিসেবে জামাইদের খাবারের তালিকায় তো রয়েছে বিশেষ খাবারের মেনু! তাও আবার শাশুড়ির নিজের হাতে বানানো।