রাস্তায় দৌড়াবে আবার আকাশেও উড়বে, বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

রাস্তায় চলবে আবার আকাশেও উড়বে! জেটপ্যাক অর্থাৎ আমেরিকান বিমান সংস্থা নিয়ে এলো বিশ্বের প্রথম ‘উড়ন্ত বাইক’ (flying bike)। যার জন্য ইতিমধ্যেই বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় আটটি জেট ইঞ্জিন দিয়ে তৈরি করা এই বাইক, ৯৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে মাত্র ৩০ মিনিটে। চারটি কোনায় দুটি করে জেট ইঞ্জিন রাখা হবে এই বাইকটিতে, যা বাইক চালককে অধিক সুরক্ষা দেবে।
এছাড়া বাইক চালকের ওজন ১৩৬ কেজি সহ ২৫০ কেজি পর্যন্ত ওজন নিয়ে যেতে পারবে এই বাইকটি। প্রায় ২৫০mph পর্যন্ত বাতাসে উড়তে পারবে এই বাইকটি। গাড়ি চালক এই স্পিড নিয়ন্ত্রণ করতেও পারবে সর্বোচ্চ। ১৬০০০ ফুট উচ্চতা পর্যন্ত যেতে পারবে এই গাড়ি, তবে এই উচ্চতায় গেলেই জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আরোহীকে সবসময় প্যারাসুট ব্যবহার করতে হবে।
দুর্দান্ত ফিচারের পাশাপাশি বাইকটি তৈরি করা হবে একেবারে নিত্য নতুন স্টাইলে। ব্যবহার করা হবে ফ্লাই-বাই-ওয়্যার প্রযুক্তি। হ্যান্ডগ্রিপের বোতাম দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে বাইকটিতে অধিক নিরাপত্তার কথা ভেবে, এই উড়ন্ত বাইকে রাখা হয়েছে কন্ট্রোলিং ইউনিটে সেন্সর, যা ওড়ার সময় বাইককে দিক নির্ণয় থেকে শুরু করে, বিভিন্ন তথ্য সরবরাহ করবে। এমনকি হঠাৎ করে বাইকের সামনে কিছু চলে এলে, তা বাইকটিকে রক্ষা করবে।
আমেরিকান বিমান সংস্থা জেটপ্যাক এই গাড়িটির দাম রেখেছে ৩.১৫ কোটি টাকা। আগামী ২-৩ বছরের মধ্যেই এই গাড়ি বাজারে চলে আসবে এবং এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।