×
নিউজ

ভারতের প্রথম গর্ভবতী ট্রান্সম্যান, বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলো কেরলের দম্পতি

Advertisements
Advertisements

কেরলে তথা ভারতের প্রথম ট্রান্স দম্পতি জাহাদ ফাজিল এবং জিয়া পাভালের গল্প অনেক আগেই জেনেছেন নেট দুনিয়া। এবার তারা গোটা দেশবাসীর সামনে আনলো এক নতুন চমক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের দেওয়া ছবিগুলিতে দেখা গেছে, বেবি বাম্পের ছিপ অর্থাৎ এটি ভারতের প্রথম ট্রান্সম্যান (India’s first pregnant trans) যিনি প্রেগন্যান্ট!

Advertisements

তারা সকলের সামনে গর্ভধারণের কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে। কোঝিকোড মেডিকেল কলেজের ডাক্তাররা জানিয়েছে, তারা যখন লিঙ্গ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কোনো রকম শারীরিক সমস্যার সম্মুখীন তারা হয়নি। গত তিন বছর ধরে দুজনেই একসাথে থাকে। জিয়া একজন পুরুষ কিন্তু সে মহিলায় রূপান্তরিত হয়েছে। অপরদিকে জাহাদ একজন নারী কিন্তু সে পুরুষের রূপান্তরিত হয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

জাহাদ হতে চলেছে ভারতের প্রথম ট্রান্সম্যান, যিনি সন্তানের জন্ম দেবেন। অস্ত্রচারের সময় তার স্তন খুলে নেওয়া হয়েছিল কিন্তু জরায়ু বা অন্য কিছু সেই সময় অপসারণ করা হয়নি। তাই তিনি গর্ভধারণ করতে পেরেছেন। আগে অবশ্য তার একটা সন্তান দত্তক নেবে ভেবেছিলেন কিন্তু সেটি আর হয়ে ওঠেনি, বেশ কয়েকটি আইনি ঝামেলার কারণে।

 

View this post on Instagram

 

Shared post on

বর্তমানে তারা ঠিক করেছে মিল্ক ব্যাংক থেকে শিশুকে বুকের দুধ খাওয়ানো হবে। এছাড়া জিয়া তার ইনস্টাগ্রামে লিখেছিল, নারীযে রূপান্তরিত হওয়ার পর থেকেই তিনি চেয়েছিলেন মা হতে! একটি সন্তান চেয়েছিলেন, যিনি তাকে মা বলে ডাকবে।

Advertisements