ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ, বেতন ৮০ হাজার টাকারও বেশি
দেশের ছোট বড় প্রায় সমস্ত ডাকঘর মিলিয়ে শূন্য পদের সংখ্যা '৯৭ হাজার'। নুন্যতম মাধ্যমিক পাশ করলেই, মিলবে চাকরি

অবশেষে সরকারি চাকুরি প্রার্থীদের জন্য সুখবর! ভারতীয় ডাক বিভাগে প্রায় ‘একলক্ষ শূন্য’ পদে, নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ছোট বড় প্রায় সমস্ত ডাকঘর মিলিয়ে শূন্য পদের সংখ্যা ‘৯৭ হাজার’। নুন্যতম মাধ্যমিক পাশ করলেই, মিলবে চাকরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে শূন্য পদের জন্য দেশের বিভিন্ন প্রান্তের পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারেবন। আবেদনকারীর বয়স হতে হবে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য থাকবে বয়সে ছাড়। আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইন নির্ভর। ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যসহ নিজের ছবি এবং সিগনেচার করে আবেদনপত্রটি জমা করতে হবে। শূন্য পদগুলির মধ্যে রয়েছে পোস্টম্যান, মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্টসহ আরও অনেক পদ। যার নুন্যতম শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশ। তবে উচ্চশিক্ষিতদের জন্য পদোন্নতির ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে বেতন হবে ২৫ হাজার টাকা। যা ধীরে ধীরে বাড়তে থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। শূন্য পদে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টার্ভিউয়ের জন্য ডাকা হবে এবং তারপরে প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ডাক বিভাগের এক অধিকর্তা জানিয়েছেন, গত বছরে শূন্য পদের সংখ্যা ছিল ৮০ হাজারের কাছাকাছি, বর্তমানে তা পৌঁছে গিয়েছে এক লক্ষের কাছে। তাই দ্রুত শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।