রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়তে চলেছে আপনার পকেটে, একনজরে দেখুন দ্রব্য মূল্য বৃদ্ধির তালিকা
বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ইউক্রেন (Ukraine)-এ সামরিক অভিযান ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন (Russia President Putin)। তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনা। ইতিমধ্যেই শয়ে শয়ে ইউক্রেন সৈনিক ও সাধারণ মানুষ মারা গেছে। যদিও পুতিনের দাবি যুদ্ধ করার উদ্দেশ্যে নয়, ইউক্রেনকে বিচ্ছিন্নতাবাদীদের দখলমুক্ত করতেই এই সামরিক অভিযান।
তবে, এই রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)-এর প্রভাব পড়তে পারে ভারতবর্ষেও। অর্থনীতিবিদদের মতে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে টান পড়তে পারে মধ্যবিত্তদের হেঁশেলে। কি কি পন্যের দাম বাড়তে পারে? জেনে নিন –
সোনা :
ইতিমধ্যেই সোনার দাম একলাফে বেড়ে গিয়েছে অনেকটাই। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বৃহস্পতির ভারতের বাজারে হলমার্ক যুক্ত ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৫০ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ১০ গ্রামের ২৪ ক্যারাটের সোনার দাম ছুঁয়েছে ৫২ হাজার ২৫০ টাকা। গহনার সোনার দামেও বিশাল বদল এসেছে। ২২ ক্যারাট গহনার সোনা ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৫০ টাকা। সোনার দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
অপরিশোধিত তেল :
ইতিমধ্যেই রুশ-ইউক্রেন সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রতি ব্যারেলের দাম ১৫০ ডলার হয়ে যাবে বলে এক অর্থনৈতিক সংস্থা দাবি করেছে। অপরিশোধিত তেলের বৃহৎ উৎপাদনকারী দেশ হলো রাশিয়া। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই উৎপাদনে ঘাটতি পরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের জোগানে টান পড়ার আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। এর ফলে বিশ্বের পাশাপাশি এদেশের জিডিপি-তে প্রভাব পড়বে। ০.৯ শতাংশ জিডিপি নেমে যাওয়ার আশঙ্কা করছে এক অর্থনৈতিক সংস্থা।
এর প্রভাব পড়বে পাইকারি বাজারেও। অর্থনীতিবিদদের কথায়, অনেক পাইকারি দ্রব্যের (৯ শতাংশ) সরাসরি যোগ রয়েছে অপরিশোধিত তেলের সঙ্গে। সুতরাং, ওই পাইকারি দ্রব্যগুলির দাম বাড়তে পারে অনেকটাই।
রান্নার গ্যাস :
এমনিতেই সাধারণ মানুষের কথায়, এদেশে রান্নার গ্যাসের দাম সবসময় ঊর্ধ্বমুখী। যদিও এখন ভোটের জন্য রান্নার গ্যাসের দাম সহ আরও বেশ কিছু ক্ষেত্রে দাম একটু কমই নেওয়া হচ্ছে। তবে ভোটের পর সেই দাম যে চড়চড়িয়ে বাড়বে তার আঁচ পাওয়ায় যাচ্ছে। এর ফলে টান পড়বে মধ্যবিত্তের হেঁশেলে।
বিদ্যুৎ :
রান্নার গ্যাসের পাশাপাশি বাড়তে পারে সিএনজি, পিএনজি-র মতো প্রাকৃতিক গ্যাসের দামও। এর ফলে বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।
পেট্রোল-ডিজেল :
রান্নার গ্যাসের দাম বাড়লেই পেট্রোল ডিজেলের দাম বাড়তেও দেখা গিয়েছে এদেশে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল, ডিজেল, কেরোসিনের দামেও যে বিরাট বদল আসবে তা আশঙ্কা করা হচ্ছে।
গম :
সারা বিশ্বে রাশিয়া হলো বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। গম রফতানিতে রাশিয়া রয়েছে প্রথম স্থানে। অন্যদিকে বিশ্ববাজারে ইউক্রেন গম রফতানিতে রয়েছে চতুর্থ স্থানে। সুতরাং, রুশ-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সারা বিশ্বের পাশপাশি এদেশেও গমের দাম হবে উর্দ্ধমুখী।
প্যালাডিয়াম :
গম ছাড়াও, প্যালাডিয়াম নামের এক ধাতব পদার্থ রফতানিতে প্রথম স্থানে রয়েছে রাশিয়া। এই ধাতব পদার্থ মোবাইল ফোনে ব্যবহার করা হয়। তাই যদি রুশ-ইউক্রেন যুদ্ধ না থামে, তাহলে মোবাইলের দামও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা।