×
নিউজ

ফল বিক্রেতা থেকে ১০৮ কোটি টাকার আইসক্রিমের ব্র্যান্ডের মালিক! রঘুনন্দনের সাফল্যের কাহিনী শুনলে আপনিও হবেন অবাক

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেই বিভিন্ন ব্যক্তিত্বের জীবন কাহিনী উঠে আসে। প্রত্যেকের জীবনেই সাফল্য আসে চরম সাধনার পথ বেয়ে। ঠিক যেরকম এক কাহিনী রয়েছে কর্ণাটকের গ্রামের ছেলে, মুলকি রঘুনন্দন শ্রীনিবাস কামাথের (Mulky Raghunandan kamath)। সামান্য গরিব ফল বিক্রেতার ছেলে থেকে, বর্তমানে সে হয়ে উঠেছে ১০৮ কোটি টাকার একটি আইসক্রিম কোম্পানির মালিক।

Advertisements

কর্নাটকের ম্যাঙ্গালোরের একটি গ্রামে বসবাস করত কামাথ, যেখানে তার বাবা গাছ কাটার জন্য মাসে ১০০ টাকা উপার্জন করত। ফলের সময় থাকলে বাজারে বাজারে ফল বিক্রি করেও তাদের সংসার চালাতো বাবা। তাদের খাবারের উৎস বলতে ছিল, তাদের ছোট্ট জমিতে চাষ হওয়া কিছু সবজি এবং চাল; যা খেয়ে ছয় বছরের বড় দাদার সাথে কামাথ বড় হয়ে উঠেছে।

কামাথ জানিয়েছে বাবার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের ফল সে দেখতো। যেমন ফুল ফোটার সময়টা সকলে খুব পছন্দ করে, ঠিক সেরকম ভাবেই কামাথ গাছে ফল ঝুলে থাকতে দেখে খুব আনন্দ পেতো। এরপরই সে সিদ্ধান্ত নিয়েছিল একদম টাটকা ফল থেকে আইসক্রিম বানানোর ব্যবসা করার। ১৯৮৪ সালে কামাথ সর্বপ্রথম ভারতের আইসক্রিমের বাজারে পদার্পণ করে, যার বর্তমান ভ্যালু ৩০০০ কোটি টাকা। কামাথ বর্তমানে ফল থেকে তৈরি আইসক্রিমের সম্পূর্ণ নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করে ফেলেছে, যার নাম ‘কামাথ আওয়ার টাইমস আইসক্রিম লিমিটেড’ যেটি বর্তমানে অবস্থিত মুম্বাইতে ।

বর্তমানে তার আইসক্রিম ফ্যাক্টরিতে রোজ ২০ টন আইসক্রিম তৈরি করা হয়, যেগুলি বিভিন্ন ফলের ফ্লেভারে পাওয়া যায়। ব্যবসা শুরুর সময় তার কর্মী সংখ্যা ছিল মাত্র ৬ জন এবং তখন সামান্য ১০ থেকে ১৫ কেজি মতো আইসক্রিম বানানো হতো। তবে মাত্র প্রথম সপ্তাহের মধ্যেই হাজার কাপ আইসক্রিম বিক্রি হয়ে গিয়েছিল, কামাথ ও তার স্ত্রীয়ের চেষ্টায়। বর্তমানে তার ২৫ হাজার স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরি রয়েছে তার, যার ফ্রাঞ্চাইসি আছে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, রাজস্থান প্রভৃতি জায়গায়। নিয়মিত ১২৫টি কর্মী আইসক্রিম তৈরির কাজে নিয়োজিত রয়েছে এবং হাজারটি ফ্লেবারের আইসক্রিম বর্তমানে তার কোম্পানিতে তৈরি করা হয়। যেগুলির মধ্যে অন্যতম হলো আপেল, আনারস, কলা, আম প্রভৃতি। এমনকি বলিউড সেলিব্রেটিরা পর্যন্ত তার ক্রেতা।

Advertisements