×
নিউজ

৫০ টাকার এই বিশেষ নোটটি যদি থাকে আপনার কাছে, তাহলে আপনিও হয়ে যাবেন কোটিপতি

Advertisements
Advertisements

অনেকের শখ থাকে পুরনো নোট জমিয়ে রাখার। তবে পুরনো নোট থেকে যে আয়ের পথ তৈরি হয়ে যেতে পারে সে কথা অনেকেরই জানা ছিল না। পুরনো নোট বিক্রি করা এখন আয়ের অন্যতম উৎস। বিশেষ কোনো নাম্বারের পুরনো নোট বা কয়েন থাকলে, সেই টাকা বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারছে যে কেউ। বলা বাহুল্য, লটারি জেতার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটি।

Advertisements

পুরনো নোট বিক্রি করে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে যে কেউ। তবে সেই নোটের কিছু বিশেষত্ব অবশ্যই থাকতে হবে। যেমন নোটের মধ্যে ৭৮৬ সংখ্যাটি থাকতেই হবে। এই ৭৮৬ লেখাটি ১, ৫, ১০,২০, ৫০ ১০০ বা ১০০০-এর নোটে যদি থেকে থাকে; তাহলে সে অতি সহজেই লাখপতি হয়ে যেতে পারে।

৭৮৬ লেখা ৫০ টাকার নোট এখন সব থেকে বেশি ট্রেন্ডে রয়েছে যা বিক্রি করে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে এই ৭৮৬ নাম্বারটিকে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে তার কারণ এই সংখ্যাটি অত্যন্ত শুভ সব ধর্মাবলম্বীর মানুষদের কাছে।

কারোর কাছে এই বিশেষ সংখ্যার রূপ থাকলে সে ইবে, কুইকার, ইন্ডিয়া মার্কেটে অতি সহজেই বিক্রি করতে পারবে। তার জন্য সবার প্রথমে সাইন ইন করতে হবে। এরপর নোটের ছবিটি সেখানে দিতে হবে এবং নিজের যাবতীয় তথ্য দিতে হবে। ওই ওয়েবসাইটে উপস্থিত ক্রেতারা যদি নোটটা কিনতে ইচ্ছুক হয় তাহলে সে সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ করে নেবে।

Advertisements