
অনেকেরই শখ থাকে পুরনো দিনের নোট বা কয়েন কিংবা যে কোন জিনিসপত্র নিজের কাছে সঞ্চয় করে রাখার। কিন্তু কেউই জানতো না যে, পুরনো নোট বা কয়েন থেকেই সে লাখপতি হয়ে যেতে পারে। যদি আপনার কাছে থেকে থাকে ১০০ টাকার বিশেষ এই নোট, তাহলে আপনিও হয়ে যাবেন ৬ লক্ষ টাকার মালিক। বাড়ি বসেই মাত্র কিছু সময় ব্যয় করলেই আপনার কাছে চলে আসবে এই টাকা। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।
আপনার ১০০ টাকাতে যদি লেখা থাকে ৭৮৬, তাহলে এই বিশেষ কয়েকটি সাইটে গিয়ে আজই নিজের নাম নথিভুক্ত করুন।
কয়েন বাজার:
এই জাতীয় অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে হবে। বিক্রেতা হিসেবে এবার আপনি যে কয়েন বা নোটটি বিক্রি করতে চান, তার ফটো দিতে হবে এবং আপনার যাবতীয় তথ্য সেখানে যুক্ত করতে হবে। এরপর যে ক্রেতা ওই নোটটি কিনতে চায়, সে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নেবে।
কুইকার:
www.quikr.com – এ গিয়ে একইভাবে আপনাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। নোটের ছবি দিয়ে দিতে হবে। এরপর যে ব্যক্তি আপনার ঐ কয়েন বা নোট কিনতে চায়, সে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নেবে।
ইবে:
Www.ebay.com ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে বিক্রেতা হিসেবে এবং সেখানেও আপনার ওই কয়েন বা নোটটির একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে। একইভাবে আপনার এই বিজ্ঞাপন দেখে কোন ক্রেতা কিনতে আগ্রহী হলে আপনাকে সঠিক মূল্য দেবে।