×
নিউজ

একবার চার্জ দিলেই ছুটবে ১০০ কিমি পথ! মাত্র ৪১,৯৯৯ টাকায়, Greta Electric বাজারে নিয়ে এলো সবথেকে সস্তার ই-স্কুটার

Advertisements
Advertisements

১) স্কুটার মডেল : Greta Hyper ZX Series-I

Advertisements

2) রং : মোট ৬টি রঙে এই স্কুটার পাবেন। যথাক্রমে – জেট ব্ল্যাক, সবুজ, মাজেস্টিক ম্যাজেন্টা, ট্রু ব্লু, গ্লসি গ্রে, ক্যান্ডি হোয়াইট।

৩) স্পেসিফিকেশন : স্কুটারতিতে প্রচুর নতুন তাক লাগানো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। যেমন – BLDC মোটর থাকছে এই স্কুটারে। ৪৮-৬০ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি,
নতুন DRL লাইট, অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম থাকছে। এছাড়া থাকছে নতুন ইলেকট্রনিক ব্রেক ডিজিটাল কালার ডিসপ্লে, ২.০ USB চার্জার পয়েন্ট ও কি-লেস অটো স্টার্ট।

৪) চার্জ ও ব্যাটারী : স্কুটারতিতে অপটিমাইজ চার্জার দিয়ে ৫ ঘন্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যে কোনো প্লাগ থেকেই এই স্কুটারটি চার্জ করা যাবে।

৫) মোড : মোট তিনটি মোড আছে এই স্কুটারটিতে।
ইকো মোড – এই মোডে ১০০ কিমি পর্যন্ত চলবে স্কুটারটি।
সিটি মোড – এই মোডে ৮০ কিমি পর্যন্ত ছুটবে স্কুটার।
টার্ব মোড – এই মোডে ৭০ কিমি পর্যন্ত ছুটবে স্কুটার।

৬) ৩ বছরের ওয়ারেন্টি সহ বিভিন্ন ব্যাটারি আছে যা আপনারা নিতে পারবেন।
V2 48v-24ah সাথে ৬০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে যার মূল্য – ১৭,০০০-২০,০০০ টাকা।
V3 48v-30ah সাথে ১০০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে যার মূল্য – ২২,০০০-২৫,০০০ টাকা।
V2+60v-24ah সাথে ৬০ কিমি রেঞ্জ যার মূল্য ২১,০০০-২৪,০০০ টাকা।
V3+60v-30ah সাথেই ১০০ কিমি রেঞ্জ দেবে মূল্য ২৭,০০০-৩১,০০০ টাকা।

৭) দাম : এই স্কুটারটির দাম ধার্য হয়েছে ৪১,৯৯৯ টাকা।

তাহলে আর দেরি কিসের আজই এই সুন্দর স্কুটারটি বাড়ি নিয়ে আসুন ও সবাইকে চমকে দিন।

Advertisements