নিউজ
সিঁড়ি ভেঙে সাঁইবাবার মন্দিরে এলো গো-মাতা, ভগবানের সাথে পূজিত হল গরুও, তুমুল ভাইরাল ভিডিও
Advertisements

Advertisements
বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন ধরনের ঘটনা মানুষের সামনে খুব সহজেই চলে আসে। আর এই সমস্ত ঘটনা দেখে নেটিজেনরা খুব অবাক হন। আবার এমন কিছু ঘটনা রয়েছে যা দেখে রীতিমতো গা শিউরে ওঠে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্যরকম ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।
Advertisements
ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি গরু সিঁড়ি দিয়ে সোজা উঠে আসছে ঠাকুরের সামনে। আর ওই ঠাকুরের সাথে সমানভাবে গরুকেও পুজো করা হচ্ছে। হিন্দু ধর্মে গোমাতা ঈশ্বরের রূপে পূজিত হয়। আর এবার শিরদি সাই বাবার সঙ্গে পূজিত করা হচ্ছে গো মাতাকে। এই ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যাবে যে ওই গোমাতা প্রায় প্রতিদিনই এই মন্দিরে আসে। তাই কোনভাবেই পুরোহিত মশাইকে কোনরকম বিরক্ত করতে চাইছে না সে।
আর সোশ্যাল মিডিয়ায় এমন অভিনব দৃশ্য ভাইরাল হবে না তা আবার হয় নাকি। নেটিজেনরা খুব আপ্লুত হয়েছেন এই ভিডিওটি দেখে।
Advertisements