চলতি মাসের প্রথম থেকেই সোনার দামের (Gold Price) গ্রাফ নিম্নমূখী। এই ধারাবাহিকতা বজায় রেখে আজ বুধবারেও এমসিএক্স (MCX) সূচকে সামান্য দাম কমল সোনার। যদিও গতকাল কিছু টা দাম বেড়েছিল সোনার। প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ০.২৪ শতাংশ। ১০ গ্রাম প্রতি ০.২৪ শতাংশ কমে সোনার নতুন দাম হয়েছে ৪৫,৯৬০ টাকা। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। প্রতি কিলো এদিন ০.৪৫ শতাংশ দাম কমেছে গত সেশনের তুলনায়। রুপোর নতুন দাম হয়েছে ৬০,৪০০ টাকা। কলকাতায় খুচরো রুপোর দাম হয়েছে ৬০,৫০০ টাকা। আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি সোনার নতুন দাম হয়েছে ১৭৪৭.৫০ টাকা।
ওদিকে আজ পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনার গ্রাম প্রতি নতুন দাম হয়েছে ৪,৬৮০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার নতুন দাম হয়েছে ৪৬,৮০০ টাকা। ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামেও হেরফের লক্ষ্য করা গিয়েছে। ২২ ক্যারেট ১ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ৪,৪৪০ টাকা। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৪৪,৪০০ টাকা। ১ গ্রাম হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৪৫০৫ টাকা। ১০ দাম হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৪৫,০৫০ টাকা (জিএসটি এবং টিসিএস বাদে)।
প্রসঙ্গত করোনা মহামারীর জেরে গত বছর আগস্টের ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ৫৬,২০০ টাকায়। তারপর থেকে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছে স্বর্ণ ধাতু। ১০ গ্রাম সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও পৌঁছে গিয়েছিল ৫০,০০০ টাকার স্তরে। তারপর থেকে আবারও সস্তা হতে দেখা গিয়েছে সোনার দাম। গত সপ্তাহের শেষের দিকে এবং চলতি সপ্তাহে কিছুটা দামের পতন লক্ষ্য করা গিয়েছিল। তবে আপাতত ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের নিরিখে কম রয়েছে ১১,৮০০ টাকা।