×
নিউজ

ছাগলেও খায় সিগারেট! এও কি হয় সত্যি? ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

Advertisements
Advertisements

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। গোটা বিশ্বের নানান কর্মকান্ড খুব সহজেই উঠে আসে এরই মাধ্যমে। সম্প্রতি এমনই এক ছাগলের হাস্যরসাত্মক কাহিনী ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। কথাতেই আছে; “পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়”! তাই বলে সত্যি সত্যিই যে ঘাস-পাতা ছেড়ে, ছাগল যা খুশি খাবে সেটা কেউই মেনে নিতে পারবেনা।

Advertisements

নেটদুনিয়াতে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি ছাগল সবকিছু ছেড়ে হুবহু মানুষের মত সিগারেট টানতে ব্যস্ত। গরু, ছাগল সবাই গৃহপালিত পশু, তাই গৃহস্থ বাড়িতে অনেক সময় এদের দেখা মেলে। এদের দেখভাল করে বাড়ির মালিকেরা, বিভিন্ন জায়গা থেকে ঘাস-পাতা জোগাড় করে তাদের খাবারের যোগান দেয়। তবে বর্ষাকাল এবং শীতকালে তৃণভোজী প্রাণীদের পিপিআর রোগ দেখা যায়, এর ফলে খাবারের প্রতি অনীহার সৃষ্টি হয়। কিন্তু তা বলে ঘাস পাতা ছেড়ে বিড়ি টানবে ছাগল! এমন কাহিনী বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা।

ছাগলের এমন কর্মকাণ্ড দেখে রীতিমত হেসে কূল পাচ্ছে না সাধারণ মানুষেরা। তাই তো অনেকেই এটিকে ‘ঘোর কলিযু’গ বলে মনে করেছেন। ভিডিওটি ইউটিউবে আপলোড করা মাত্রই ভাইরাল (viral) হয়ে উঠেছে, ভিউজ সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এছাড়া নেটিজেনদের বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।

Advertisements