×
Tech newsনিউজ

সম্পুর্ণ বিনামূল্যে পাবেন বিদ্যুৎ পরিষেবা! আজই বাড়িতে আনুন জলের দরে এই সোলার জেনারেটর

Advertisements
Advertisements

বিশ্বউষ্ণায়ন যত বাড়ছে ততই কমছে বিদ্যুৎ শক্তি। পরিবেশ দূষণের দরুন বিদ্যুতের ঘাটতি এখন সর্বত্র! সাধারণ মানুষ সবসময় চেষ্টা করছে, কিভাবে অন্য কোন উৎসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা যায়। জলশক্তিকে ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে, ইতিমধ্যেই বিদ্যুৎ উৎপাদনের পথ তৈরি করা গেছে। বিদ্যুতের বিকল্প হিসেবে এইসব উৎসগুলিকে কাজে লাগানো হচ্ছে।

Advertisements

তবে বিদ্যুতের সবথেকে ভালো উৎস হলো সৌরশক্তি। এই সৌরশক্তি কোনদিন হ্রাস হয় না, তাই এর থেকে সৌরবিদ্যুৎ তৈরি করে সেটিকে কাজে লাগানো এক অন্যতম ভালো পদ্ধতি। এর ব্যবহারও বাড়ছে ক্রমশ। বিভিন্ন যানবাহন তৈরি করা থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় সৌরশক্তিকে বিদ্যুতের উৎস হিসেবে কাজে লাগানো হচ্ছে। এবার সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে এক বিশেষ যন্ত্র তৈরী করা হলো, যার সাহায্যে বাড়ির যেকোনো বৈদ্যুতিক কাজই করা যাবে। এটি হল একটি সোলার জেনারেটর।

এই বিশেষ সোলার জেনারেটরের নাম হচ্ছে ‘SARRVAD’ পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর s-150। যেকোনো অনলাইন সাইটে এই পোর্টেবল জেনারেটার অতি সহজেই পাওয়া যাবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই বিশেষ জেনারেটরটি চলে। এর সাহায্যে বাড়িতে থাকা টিভি, ফ্যান, ল্যাপটপ, মোবাইল সবকিছুই চলবে।

জেনারেটারটির বর্তমান মূল্য ১৯ হাজার টাকা। এতে রয়েছে দুটি ডিসি পোর্ট এবং তিনটি ইউএসবি পোর্ট সহ এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এই জেনারেটরটি অত্যন্ত স্বল্প ওজনের মাত্র 1.89 কেজি। তাই বাড়ির বিদ্যুতের বিল বাঁচাতে আজই নিয়ে আসুন এই বিশেষ জেনারেটর।

Advertisements