
একদম কম দামে আপনিও বাড়িতে নিয়ে আসতে পারবেন মাইলেজের রাজা ‘বাজাজ প্লাটিনা ১০০’। যারা গাড়ি চালাতে ভালবাসে প্রত্যেকেই জানে বাজারে এই গাড়িটির কতটা মূল্য। যেমন মাইলেজ ঠিক সেরকমই কম দাম। স্বাভাবিকভাবেই তাই জনপ্রিয়তা এই গাড়ির তুঙ্গে। জানা গেছে, এবার অত্যন্ত কম দামে এই গাড়িটি মধ্যবিত্তরা তাদের ঘরে নিয়ে আসতে পারবে।
এই বাইকটিতে রয়েছে একটি সিঙ্গেল সেলিন্ডার ১০২ সিসি ইঞ্জিনের। যা ৮.৩ Nm পিক টর্ক জেনারেট করে এবং ৭.৯ ps শক্তি ধরে। এই গাড়ির মাইলেজ রয়েছে ০ থেকে ১০০ কিলোমিটার। এছাড়া ইঞ্জিনের সঙ্গে ৪ স্পিড গিয়ারবক্সে যুক্ত রয়েছে।
বাজাজ প্লাটিনা ১০০র বেস মডেলের দাম ৬৪,৬৫৩ টাকা থেকে শুরু। এছাড়া বাইকটি অনরোড কিনতে গেলে তার মূল্য পরবে ৭৮,৬৫২ টাকা। বাইকটি সম্পূর্ণভাবে কিনতে গেলে দিতে হবে ৭৯ হাজার টাকা। এই টাকাটা মধ্যবিত্তদের পক্ষে একসাথে দেওয়াটা সত্যিই চিন্তার বিষয়। তবে বর্তমানে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে, এই মাত্র ৯ হাজার টাকার বিনিময়ে পাওয়া যেতে পারে।
গাড়িটি কিনতে চাইলে মাত্র ৯ হাজার টাকার ডাউন পেমেন্ট করে, তারপর বাকি টাকাটা অতি সহজেই ইএমআই-এর মাধ্যমে দেওয়া যাবে। ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করে দিলে বাকি ৬৯,৬৫২ টাকা ৯.৭% সুদের হারে মেটাতে হবে। ৩৬ মাস পর্যন্ত এই ইএমআই-এর স্কিম রয়েছে। যেখানে প্রতিমাসে দিতে হবে ২২৩৮ টাকা