মাত্র ৭১ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ৪৮.৫ লক্ষ টাকা! LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম

টাকা আয় করার পাশাপাশি জমানো এক অতি গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই নিজের টাকার অধিকাংশটাই জমিয়ে থাকে ব্যাংকে কিংবা পোষ্ট অফিসে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার অন্যতম মাধ্যম হিসেবে অনেকেই বেছে নেয় এলআইসিকে। বহু বছর ধরে গ্রাহকদের সুরক্ষার সাথে টাকা জমা অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা এলআইসি। উপার্জন, সঞ্চয় এবং বিনিয়োগ এই তিনটি বিষয়কেই খুব ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এলআইসি নিয়ে আসে দুর্দান্ত কিছু স্কিম।
সম্প্রতি এলআইসি নিয়ে এসেছে আমানতকারীদের জন্য এক বোনাঞ্জা অফার, যেখানে ৭১ টাকার বিনিময়ে পাওয়া যাবে লক্ষ টাকার রিটার্ন। তাহলে জেনে নিন কি রয়েছে এই স্কিমের আওতায়।
৭১ টাকা বিনিয়োগ করলেই স্কিম চলাকালীন বা টাকা জমানোর শেষে পাওয়া যাবে মোটা অংকের টাকা। ১৮ বছর বয়স হলেই যে কোন ব্যক্তি এই স্কিমের আওতায় টাকা জমা রাখতে পারে। সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত টাকা রাখা যাবে। ৭১ টাকা করে বিনিয়োগের দ্বারা ম্যাচিউরিটি শেষ হলে ৪৮.৫ লক্ষ টাকা পাওয়া যাবে।
তবে এই স্কিমে বিনিয়োগের বয়স কম করে ১২ বছর হতেই হবে এবং সর্বোচ্চ ৩৫ বছরের জন্য ঢাকা জমা রাখা যেতে পারে। এই
স্কিমের আওতায় কম করে হলেও, যেকোনো আমানতকারীকে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে। এছাড়া বিনিয়োগ করাকালীর সময়ে পাঁচ হাজার টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন যে কেউ।