মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেয়ে যান ১৬ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিস নিয়ে এলো এক দুর্দান্ত স্কিম

বর্তমান সময়ে যতই ব্যাংকের প্রভাব বাড়ুক না কেন কিংবা মিউচুয়াল ফান্ডের হাত ধরে টাকার পরিমাণ বাড়ুক ; ঝুঁকিবিহীন এবং ভরসাযোগ্য সঞ্চয়ের স্থান হিসেবে অনেকেই বেছে নেয় পোস্ট অফিসকে। অন্যান্য সংস্থার মতো বেশ কিছু দুর্দান্ত স্কিমও রাখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে। সম্প্রতি পোস্ট অফিস (post office) নিয়ে এলো এক নতুন প্রকল্প, যার নাম রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit scheme)। এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। সামান্য কিছু অর্থের বিনিময়েই, ভালো টাকা লাভ করা যাবে এই স্কিম থেকে।
সামান্য কিছু অর্থ রাখলেই স্কিম চালু রাখা যাবে। তবে গ্রাহক চাইলে যত খুশি টাকাতে বিনিয়োগ করতে পারে কারণ এই স্কিমে কোন ঊর্ধ্বসীমা জারি করা হয়নি। তবে মাসে অন্তত ১০০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করতেই হবে। সুদের হারও রয়েছে বেশ লাভজনক।
পাঁচ বছরের জন্য গ্রাহককে এই স্কিমে ব্যয় করতে হবে। প্রতি তিন মাস অন্তর একাউন্টে সুদের পরিমাণ এসে জমা হবে। তবে পাঁচ বছরের কমে কখনোই এই স্কিমে ব্যায় করা যাবে না। মোট টাকার ৫.৮% হারে সুদ পাওয়া যাবে।
ধরা যাক কোন গ্রাহক ১০ বছরের জন্য এই স্কিম করলো এবং প্রতি মাসে সে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করা শুরু করল। তাহলে নির্দিষ্ট সময় পর তার টাকার পরিমান নিয়ে দাঁড়াবে ১৬ লাখ বা তারও বেশি। যে কেউ অতি সহজেই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারে। একসাথে দুই-তিন জন যৌথভাবেও খুলতে পারে। এছাড়া ১০ বছরের বেশি বাচ্চারা, তাদের অভিভাবকের সাথে যুক্ত অ্যাকাউন্ট করতে পারে।