যানজটে আটকে থাকার দিন শেষ, বাজারে আসতে চলেছে নতুন ‘উড়ন্ত গাড়ি’, শুরু বুকিং, জেনে নিন দাম

আধুনিক বিশ্বে ‘বায়ু দূষণ’ বা ‘পরিবেশ দূষণ’ একটি অন্যতম সমস্যা। প্রায় সমস্ত দেশের সরকারই তাদের দেশে বায়ু দূষণ বা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে। ভারতেও ইতিমধ্যে পেট্রোল, ডিজেল চালিত গাড়ি তৈরির ওপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে ” বা :ইলেকট্রিক যানবাহন’ নির্মাণের ওপর। পাশাপাশি ভারতীয় রেলও জোর দিয়েছে বৈদ্যুতিকরনের ওপর। তবে এই সমস্যা দূরে সরিয়ে রাখলেও যানজটের সমস্যা নিত্যসঙ্গী! সম্প্রতি শোনা যাচ্ছে, ভারতে আসতে চলেছে ‘ফ্লাইং কার’ (flying car) বা উড়ন্ত গাড়ি। ‘স্যামসন স্কাই’ (Samsog Sky) নামে এক সংস্থা তৈরি করেছে এই গাড়ি; যা ঘণ্টায় ৮৭ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে। এই ধরণের উড়ন্ত গাড়ি তৈরিতে সংস্থার সময় লেগেছে প্রায় ‘১৪ বছর’। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকার কাছাকাছি।
তবে সংস্থার দাবি, এই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের (driving licence) পাশাপাশি লাগবে ‘পাইলট ট্রেনিং লাইসেন্স’ও। গাড়িটিতে একজন চালক বা পাইলট-সহ মাত্র একজনই যাত্রী বসতে পারবেন। তবে গাড়িটিকে নিয়ে উড়ে যাওয়ার জন্য লাগবে একটি বিমানের সমান রানওয়ে। অর্থাৎ দেখতে তিন চাকার অটো রিক্সার মতো হলেও বিমানের বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। সংস্থা আরও জানাচ্ছে, যারা ইতিমধ্যেই এই গাড়ি কেনার জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন; তাদের মধ্যে অনেকেরই পাইলট ট্রেনিং লাইসেন্স নেই। মার্কিন বাজারে এই গাড়িটিকে একটি কিট কার হিসাবে রেজিস্টার করা হয়েছে, অর্থাৎ গাড়িটি প্রস্তুত করতে সংস্থা আপানাকে, কোন ভাবেই সাহায্য করবে না।