খোলা প্রান্তরে তুমুল লড়াইয়ে মত্ত দুই বিশাল সিংহ, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

আগেকার দিনে সিংহাসনের লড়াইয়ের জন্য দুজন রাজা ও তাদের সৈন্যরা যুদ্ধ করতো। বিদ্যালয়ে ইতিহাসের বইয়ের পাতা উল্টালেই প্রচুর এমন গল্প পাওয়া সম্ভব হবে। কিন্তু এবার সিংহাসনের রাজা নয় বরং যুদ্ধে মাতলেন বনের রাজারা। হ্যাঁ একটি ভাইরাল (Viral) ভিডিওর মধ্যে দিয়ে দুটি সিংহের (Lion) দুর্দান্ত লড়াই ধরা পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেল সম্পূর্ণ পর্দার WWE স্টাইলে দুটি সিংহ একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তারা কি নিয়ে লড়াই করছিলেন জানেন? একটি সিংহ বনের বাইরে থেকে এসেছে। অপর সিংহটি তাই তার পরিবারকে বাঁচাতে চাইছে। দুজনেই কিন্তু এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। তবে একসময় পরে যুদ্ধে যেতে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যে সিংহটি লড়াই করছিলো। দুজনেরই চোট লাগে ও শরীরে ক্ষত হয়। ‘Roelemanski’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ৬ বছর আগে। এখনও পর্যন্ত ১.২ কোটি মানুষ দেখে নিয়েছে সেই ভিডিও। হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। সবার কাছেই এই ভিডিওটি খুব স্পেশাল কারণ দুটি সিংহের এমন লড়াই এর আগে কেউ দেখেনি।