চরম নৃশংসতা! জিরাফ মেরে তার হৃদপিন্ড প্রেমিককে উপহার দিলেন এই মহিলা

একজন মানুষ কতটা যে নির্মম হতে পারে তার প্রমাণ বারেবারে মিলেছে। আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে এরকম নিষ্ঠুরতার চিত্র বারবার আমাদের সামনে চলে আসে। এরকম নৃশংসতার ঘটনার বারবার ঘটে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে সেরকমই এক নির্মম ঘটনার তথ্য সামনে এসেছে যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, এক মহিলা তার স্বামীকে ভ্যালেন্টাইন্স ডের উপহার হিসাবে দিয়েছেন জিরাফের হৃদপিণ্ড। এটা কোন নকল ঘটনা নয়, ওই মহিলা আস্ত একটা জিরাফ কেটে তার শরীর থেকে খুবলে বের করে এনেছেন হৃদপিণ্ড। এমনকি তার ভালবাসার নজির হিসাবে সেই হৃদপিণ্ড স্বামীর হাতে তুলে দিয়েছেন। আর এই নৃশংস ছবি নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন বছর ৩২ এর Merelize Van Der Merwe।
আর এই ছবি তিনি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার প্রায় ৫০০ রকম পশু শিকার করেছেন তিনি। এমনকি ওই মহিলা জানিয়েছেন যে তিনি এরকম কাজ আরো করবেন, তাকে আটকানোর ক্ষমতা কারো নেই। তবে এবার ১৭ বছর বয়সী জিরাফের হত্যাকাণ্ড সামনে আসতেই পশুপ্রেমীরা তার শাস্তির দাবি তুলেছেন। যদিও তিনি শাস্তি পেয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।