×
নিউজ

জন্ম নিল ৮ পা ওয়ালা ছাগল ছানা, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

অবাক করা কান্ড ছাগলের পা গুনে দেখা গেল সেটির সংখ্যা ৮। বাংলাদেশের ইশ্বরদী নামক এক এলাকায় এমনটাই ঘটেছে। জন্মানোর সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে ওই বাচ্চা ছাগলটি। একটি ছাগলের আটটা পা এরকম একটি ছবি দেখে এটা ভাইরাল না হওয়ার মতো তো নয়ই। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উপচে পড়েছে কমেন্ট । অনেকেই লিখেছেন এটি ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।

Advertisements

একটি ছাগলের তিনটি সন্তান হয়েছিল তার মধ্যে একটি মারা যায় এবং বাকি দুটি বেঁচে ছিল, যার মধ্যে একটির আবার ৮টি পা। বাংলাদেশের ইশ্বরদী নামক উপজেলার মুলাডুতি তে হওয়া এরকম ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দারাও। গত ২৫ শে মে মঙ্গলবার এই ঘটনাটি ঘটে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার নামক আদিবাসী ইউনিয়নের বাড়িতে। অবাক করা ঘটনা ঘটার পরেই সেখানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। ভিডিওটি অবশ্য অধিক ভাইরাল হয়েছে নেট পাড়ায়। Just in 10 নামক youtube চ্যানেলে আপলোড করা হয় ভিডিওটি। কিছুক্ষণের মধ্যেই 2.5 হাজার ভিউজও পরে ভিডিওটিতে, কমেন্টে ছেয়ে পড়ে, অনেকেই শেয়ারও করে বিভিন্ন প্লাটফর্মে। সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার দ্বারা অনেক সুদুরে ঘটে যাওয়া ঘটনাও বিভিন্ন প্রদেশের মানুষের কাছে ভাইরাল হয়ে পড়ছে। ঠিক এরকম ভাবেই প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটে যাওয়া অবাক করা এই ঘটনাটি ভারতেও ভাইরাল হয়ে উঠেছে।

Advertisements