মেয়ের বিয়ে নিয়ে আর নেই চিন্তা! স্টেট ব্যাংকের পক্ষ থেকে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা লোন

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কন্যাদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট। মেয়ের পড়াশোনা এবং বিয়ের জন্য অভিভাবকরা এই ব্যাংক থেকে প্রায় ১৫ লক্ষ টাকা পেয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে যে কোন আর্থিক সমস্যাতে মেয়ের কাজে লাগবে এই অ্যাকাউন্ট। সামান্য কিছু বিনিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা বা বিয়ের সময় পাওয়া যাবে মোটা টাকা।
এসবিআই এবং অন্যান্য বড় ব্যাংকগুলিতে এই সুকন্যা সমৃদ্ধির স্কিমে সুবিধা দিচ্ছে। যেখানে বছরে মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া প্রতিবছর ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে। মাসে অল্প অল্প করে এই টাকা জমা দেওয়া যাবে। তবে যারা বেশি টাকা জমা দিতে পারবে না, তারা সামান্য ২৫০ টাকা দিয়ে একাউন্টে চালু রাখতে পারে।
এছাড়া এসবিআই টুইট করে জানিয়েছে, 80C-এর অধীনে কর ছাড় দেওয়া হবে। বিশেষ করে শুধুমাত্র মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। তাই এতে আয়কর বিভাগ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এছাড়া এই একাউন্ট থেকে প্রায় ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। কারোর যদি দুটো মেয়ে থেকে থাকে তাহলেও তারা একটি একাউন্ট খুলতে পারে। প্রথম মেয়ের পর যদি দ্বিতীয়বার দুটি জমজ কন্যা সন্তান হয়, সেক্ষেত্রেও অ্যাকাউন্ট খোলা যাবে এবং এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।