MBA করেও জোটেনি চাকরি! অবশেষে চায়ের দোকান খুলে লাখপতি যুবক

স্বপ্ন দেখলেই ইচ্ছাশক্তি মানুষকে সেই স্বপ্ন অবধি পৌঁছে দেয়। যতই বাধা-বিপত্তি আসুক না কেন, আসলে ভালোবেসে কোন কাজ করলে তাতে উন্নতি সব সময় থাকে। সোশ্যাল মিডিয়ার পাতাতে প্রায়শই এরকম অনুপ্রেরণামূলক নানান কাহিনী উঠে আসে। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এগুলি দেখে নিজেদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখে। সম্প্রতি মধ্যপ্রদেশের লাবরাভাদা গ্রামের কৃষকের ছেলে ‘প্রফুল্ল বিল্লো’র এমনই এক কাহিনী উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়।
প্রফুল্লর স্বপ্ন ছিল সে আমেদাবাদের আইআইএমে এমবিএ (MBA) পড়তে যাবে। এমবিএ পড়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয় তার প্রস্তুতিও নিচ্ছিল প্রফুল্ল। সেই সময় সে ম্যাকডোনাল্ডসে একটি চাকরি নিয়েছিল; যেখানে তাকে প্রতি ঘন্টায় ৩৭ টাকা করে দেওয়া হতো এবং প্রফুল্ল ১২ ঘন্টা কাজ করতেন। সেখানে কাজ করার সময় অনেক ব্যবসায়িক শিক্ষা প্রফুল্ল পেয়েছিল কিন্তু যে এমবিএ করার জন্য তার এতো লড়াই, তিন বছর চেষ্টার পরেও সেই দূরশিক্ষা পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। তাই তার বিকল্প হিসেবে, ‘এমবিএ চায়ওয়ালা’ নামে একটি চায়ের দোকান সে খুলে ফেলেছিল।
বর্তমানে এই এমবিএ চায়ওয়ালা এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে, সারা দেশে প্রায় ২২ টি আউটলেট রয়েছে এই দোকানটির। প্রফুল্ল জানায়, দোকানটি খোলার জন্য এক সময় বাবার থেকে মিথ্যে বলে বারো হাজার টাকা ধার নিয়েছিল সে। বর্তমানে তার এই দোকান থেকে কোটি কোটি টাকা আয় হচ্ছে। এমবিএ চায়ওয়ালা একটি বড় কোম্পানিতে পরিণত হয়েছে। খুব শীঘ্রই আন্তর্জাতিক স্তরেও একটি আউটলেট খুলতে চলেছে তারা। প্রফুল্ল জানায়, “পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না এই কাজ করা”।