
বর্তমান সময়কালে দাঁড়িয়ে অন্যান্য সমাজ মাধ্যমের মতো হোয়াটসঅ্যাপও দর্শকদের একাংশ জায়গা দখল করে আছে। তবে এই জাতীয় অ্যাপের মাধ্যমে দুর্নীতিও চলছে একইভাবে। যেমন কিছুদিন ধরে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নামক অ্যাপটিতে বেশ কিছু অজানা নাম্বার থেকে ফোন আসছে। যেগুলি অধিকাংশই বাইরের দেশের।
নম্বরগুলি অধিকাংশ ক্ষেত্রে শুরু হচ্ছে +২৫১, +৬০, +৬২, +২৫৪, +৮৪ অর্থাৎ যথাযথভাবে দেশগুলি হলো ইথিওপিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, ভিয়েতনাম। অধিকাংশ ক্ষেত্রে এইসব নাম্বারগুলো থেকেই বিভিন্ন ফোন বা মেসেজ পাওয়া যাচ্ছে। তবে
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সাবধান বার্তা দেওয়া হচ্ছে, এই জাতীয় ফোন এলে কখনোই তা রিসিভ করতে না।
বরং সেটিকে ব্লক করতে এবং রিপোর্ট করতে বলা হচ্ছে।এছাড়া অজানা নাম্বার ভেবে কেউ যেন ভুল করে হলেও এই নাম্বারগুলিতে কল ব্যাক না করে। অনেকেই হয়তো জানে না হোয়াটসঅ্যাপে কিভাবে নাম্বার নাম্বার ব্লক করতে হয়।
সেক্ষেত্রে যে নাম্বার থেকে মেসেজ আসবে সেই নাম্বারের নিচেও ব্লক অপশনটি দেওয়া থাকতে পারে। তা না হলে নাম্বারটি সেভ করে তার চ্যাটে মোর অপশনে গিয়ে, সেখান থেকে ব্লক এবং রিপোর্ট করলেই কাজটি সম্পন্ন হবে।