বর্তমান যুগ ডিজিটাল যুগে সব কিছুরই আপডেট হয়েছে। বিশ্বের অন্যান্য ডিজিটাল দেশগুলির মধ্যে ভারত একটি। সবকিছুই এখন ডিজিটাল ভাবেই হচ্ছে। এবং আজ আপনাদের যে খবরটি জানাবো সেটা শুনলে অনেকেই হাফ ছেড়ে বাঁচবেন। এবার ট্রেনের টিকিট কাটাও হবে ডিজিটাল ভাবেই। যদিও রাজধানী এবং শতাব্দীর মত ট্রেনে ইতিমধ্যেই এই পরিষেবার শুরু হয়ে গেছে এবং এরপর দেশের বাকি ট্রেনগুলোতে শুরু হবে এই পরিষেবা। অনেকেই আছেন যারা তাড়াহুড়োর কারণে টিকিট কাটতে পারেন না বা অনেক লাইনের ভিড় থাকার কারণে টিকিট কাটতে পারেন না এবং টিকিট না কাটার কারণে জরিমানা দিতে হয়। এই সমস্ত কথা চিন্তাভাবনা করে ভারত সরকার এক নতুন নিয়মের কথা ভেবেছেন। সাধারণ মানুষের সুবিধার্থে এই ডিজিটাল পরিষেবা চালু হতে চলেছে। সময়ের অভাবে অথবা কোন কারনে টিকিট কেটে না উঠলে আর চিন্তা করার কোন কারণ নেই। কারণ আপনি আপনার ডেবিট কার্ডের মাধ্যমে ট্রেনে বসে বসে টিকিট কেটে নিতে পারবেন।
আপাতত ডেবিট কার্ডের মাধ্যমে পে করা গেলেও পরবর্তীকালে অন্যান্য কার্ডগুলো চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আগে POS মেশিন গুলিতে 2জিবি কানেক্টিভিটি থাকতো, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে পে করবার জন্য এই প্রযুক্তিকে আরও উন্নতি করতে রেলওয়েগুলি POS মেশিন গুলিকে 4g তে আপডেট করতে চলেছে। এবং সেইমতো রেল কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ও প্রায় শুরু হয়ে গেছে। POS মেশিন আপগ্রেড করার কারণে সবচেয়ে বেশি সুবিধা উপভোগ করবেন সেইসমস্ত যাত্রীরা যাদের টিকিট না থাকায় জরিমানা নগদে দিতে হয়েছে।সারা দেশের ৩৬, হাজার টিরও বেশি TTE কে পয়েন্ট অফ সেল মেশিন সরবরাহ করা হবে যাতে টিকিট ছাড়া এসি-তে ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে বা স্লিপার টিকিট নিয়ে টিকিট দেওয়া যায়, এমনটাই জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে রেলের আয় ও বাড়বে বেশ ভালো রকম এবং সুবিধা হবে সাধারণ মানুষের কারণ TTE এই মেশিনগুলির মাধ্যমে অনলাইনে টিকিট করতে সক্ষম হবেন।