Jio, Airtel এর দিন শেষ! BSNL নিয়ে এলো ধামাকাদার অফার, ১৮০ দিনের বৈধতা সহ পাওয়া যাবে 2GB/day ডেটা

গোটা দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল ‘বিএসএনএল’। ভারতবাসীরা বিএসএনএলের সিম কার্ড ব্যবহার করে এবং পরিষেবাও বেশ উপভোগ করে। এবার বিএসএনএল-এর পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার জন্য নিয়ে আসা হচ্ছে একটি নতুন রিচার্জ প্ল্যান। নতুন বছরেই এই নতুন অফারটি গ্রাহকদের জন্য নিয়ে আসবে এক নতুন ধামাকা। এছাড়া দেবে আর্থিক অনেক লাভও।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিএসএনএল-এর 4G নেটওয়ার্ক আপডেটের কাজ শুরু হয়ে গিয়েছে। গ্রাহকরা এতে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কারণ স্পিড কিছুটা হলেও এবার বাড়বে। সেক্ষেত্রে অন্যান্য সকল টেলিকম সংস্থাগুলো ইতিমধ্যে 5G-এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিএসএনএল ইন্টারনেট পরিষেবা নিয়ে অনেক অভিযোগ থাকলেও, এর ভ্যালিডিটি এবং কলিংয়ে প্রশংসা সকলেই করে থাকে।
বিএসএনএল-এর এক অন্যতম জনপ্রিয় রিচার্জ প্ল্যান হল ৩৯৭ টাকায় ১৮০ দিনের ভ্যালিডিটি, যাতে ৬০ দিনের আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং ১০০ টি ফ্রি এসএমএস। এছাড়া ১১৯৮ টাকার একটি প্ল্যান রয়েছে, যেটি এক বছরের জন্য। এটিতে থাকবে প্রতি মাসে ৩ জিবি করে ইন্টারনেট, প্রতি মাসে ৩০ টি করে এসএমএস এবং ৩০০ মিনিট কলিং-এর সুবিধা।
এছাড়াও ৩৩৬ দিনের জন্য ১৪৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। যেখানে আনলিমিটেড কলিং সহ পাওয়া যাবে ২৪ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস। ৩৬৫ দিনে ১৯৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে। যাতে থাকবে ফ্রি কলিং, ১০০ টী করে এসএমএস এবং প্রায় ৬০০ জিবি ফ্রি ডেটা। অন্যান্য টেলিকম সংস্থার থেকে বিএসএনএলের এই প্লান গুলি অধিক সাশ্রয়ী তা বলা বাহুল্য।