দেশের সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা, বড় ঘোষণা করলো মোদী সরকার

কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে করা হলো এক দুর্দান্ত ঘোষণা। আগামী মাসের মধ্যে দেশের ৬ কোটি মানুষের একাউন্টে ঢুকতে চলেছে প্রায় মোটা অংকে টাকা। এই দুর্মূল্যের বাজারে এমন সুযোগ হাতছাড়া করার কোন প্রশ্নই নেই! জানা গেছে যাদের পিএফ (Provident Fund) একাউন্ট আছে, একমাত্র তারাই এই টাকা পাবে।
এটি হল পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের সুদের টাকা। এর আগে জানানো হয়েছিল, হোলির আগে সকল পিএফ একাউন্টে তাদের সুদের টাকা ঢুকে যাবে। ২০২৩-এ বাজেট অধিবেশনে পিএফের কিছু নিয়মের বদলের জন্য অবশ্যই স্তগিত হয়ে গিয়েছিল এই প্রক্রিয়া।
তবে এবার পাওয়া যাবে ২০২২-২৩ অর্থবর্ষের পিএফের সুদের টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বলা হয়েছিল, সেই বছরের টাকা মার্চ মাসে দেওয়া হবে। তবে সেই টাকা এসেছিলো ২০২১ সালের ডিসেম্বর মাসে। যার সুদের পরিমাণ ছিল ৮.৫%। তবে ২০২১-২২-এর সুদের টাকা এখনো পর্যন্ত পায়নি পিএফ একাউন্ট হোল্ডাররা।
গত বছর নির্মলা সীতারামন বাজেট অধিবেশনের সময় বলছিলেন, যদি কোন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের হোল্ডার পাঁচ বছরের আগেই তার টাকা তুলে নিতে চায়; সেক্ষেত্রের সুদ দেওয়া হবে। এছাড়া আগে পিএফের করযুক্ত টাকার উপর ট্যাক্স ডিডাকশন (TDS) ছিল 30%, তা কমিয়ে 20% শতাংশ করা হয়েছে।