×
নিউজ

পাখিদের জন্য বিরাট অট্টালিকা তৈরি করে নজির গড়লেন ৭৫ বছরের বৃদ্ধ! বৃষ্টিতেও আর কোন কষ্ট নেই

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতাতে বিশ্বের বিভিন্ন রকম খবর এসে অতি সহজেই পৌঁছায়। ঠিক সেরকমই কয়েকদিন আগে, রাস্তায় পাখি মরে পড়ে থাকার ভিডিও ভাইরাল (viral) হয়েছিল; সাধারণ মানুষেরা সেই ভিডিও দেখে আতঙ্কিত হয়েছিলেন। বর্তমানে পরিবেশ দূষণের ফলে পাখির সংখ্যাও কমে আসছে। গাছ কেটে দেওয়া, বড় বড় অট্টালিকা তৈরি করা, তাপপ্রবাহ সবকিছু মিলিয়ে পাখিদের প্রাণবিনাশ বেড়েই চলেছে। তবুও পাখিদের জন্য বিশেষ কোনো পদক্ষেপ সচরাচর নেওয়া হয় না কিন্তু এইবার এরকমই কিছুই করে দেখানো গুজরাটের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। পাখিদের জন্য বিরাট অট্টালিকা তৈরি করে চমকিত করলেন তিনি।

ঘটনাটি ঘটেছে গুজরাটের নাভি সাংকলি গ্রামে; পাখিদের জন্য খোলা আকাশের নিচে ১৪০ ফুট লম্বা এবং ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট খোলামেলা বিশাল মহল তৈরি করেন, ৭৫ বছর বয়সী ‘ভগবানজী ভাই’ (Bhagwanji Bhai)। মহলটি গোটাটাই মাটির হাঁড়ি দিয়ে তৈরি করেছেন তিনি। আসলে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধটি একজন পাখিপ্রেমী, তাইতো বারো মাস পাখির কথা চিন্তা করে। তারা কোথায় থাকবে, বৃষ্টি এলে কিভাবে বাঁচবে, তাপপ্রবাহের হাত থেকে কিভাবে রক্ষা পাবে; এইসব ভেবেই তিনি তৈরি করেছেন এই বিশেষ অট্টালিকা।

অট্টালিকাটি অনেকটি শিব মন্দিরের মতো দেখতে এবং গোটাটাই মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা পাখি মহল। এটি তৈরি করতে প্রায় আড়াই হাজারটি মাটির হাড়ি লেগেছে। এই অট্টালিকা তৈরি করার পরেই, প্রায় হাজার হাজার পাখি এসে এখানে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পায়। বর্তমানে এটি পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে; তোতা, পায়রা ইত্যাদি বিভিন্ন ধরনের পাখির দেখা মেলে এই মহলে।

Advertisements
Advertisements