×
নিউজ

২ টাকার কয়েন বিক্রি করে রাতারাতি হয়ে যান কোটিপতি, বিস্তারিত জেনে নিন

Advertisements
Advertisements

অনেকেরই শখ থাকে পুরনো জিনিস জমিয়ে রাখার। তা পুরনো খেলা হোক বা পুরনো দিনের নোট। তবে এই পুরনো নোট বা কয়েন থেকে যে কেউ লাখপতি হতে পারে, সে কথা হয়তো কেউই ধারণা করতে পারে না। এই দুর্মূলের বাজারে সকলেই টাকার প্রয়োজন আর এই টাকা যদি আসতে পারে পুরোনো নোট থেকে তাহলে তো আর কিছু বলারই নেই।

Advertisements

কিছু বিশেষ ১ টাকা, ২ টাকা বা ৫ টাকা, ১০ টাকার কয়েন চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন মার্কেটে। ঘরে বসেই এই কয়েন বিক্রি করে রীতিমতো লাখপতি হয়ে যাচ্ছে যে কেউ। ব্রিটিশ আমলের এই কয়েনে বেশকিছু বৈশিষ্ট্য থাকলে, তা বাজার চলতি যে কোন অনলাইন মার্কেটে বিক্রি করে টাকা পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২ টাকার কয়েন যদি ১৯৯৪, ১৯৯৭, ২০০০ সালের হয়ে থাকে; তাহলে তা ২৫ লাখ টাকায় বিক্রি করা যাবে।

ইন্ডিয়ামার্ট, ওএলএক্স, কয়েন বাজারের মতন অনলাইন ওয়েবসাইটে নিজেদের অ্যাকাউন্ট খুলে এই কয়েনগুলি অতি সহজেই বিক্রি করা যাবে। তাহলে দেখে নিন আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে

নির্দিষ্ট পোর্টালে গিয়ে বিক্রেতা হিসেবে সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে নিজের ফোন নাম্বার, ইমেল যাবতীয় পারসোনাল তথ্য দিতে হবে। যে কয়েনটি আপনি বিক্রি করতে চাইছেন, তার একটি ছবি সেখানে আপলোড করে দিতে হবে। ওই অনলাইন সাইটে উপস্থিত অন্যান্য ক্রেতারা যদি আপনার কয়েনটি কিনতে চায়, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে।

Advertisements