×
নিউজ

প্রতিদিনে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে হয়ে যান লাখপতি, LIC আনল দুর্দান্ত স্কিম, জানুন বিস্তারিত

Advertisements
Advertisements

বর্তমানের দুর্মূল্যের বাজারে ভারতের প্রায় সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বীমা নিয়ে এসেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের টাকা জমানোর সুযোগ সুবিধা আগের থেকে বেড়েছে বহুগুণ। তবে অন্যান্য সংস্থার থেকে মানুষ বরাবরই ভরসা করে এমন এক আর্থিক প্রতিষ্ঠানকে যে সর্বদায় মানুষের পাশে থেকেছে। ভারতে ঠিক তেমনই এক আর্থিক প্রতিষ্ঠান হলো ‘এলআইসি’ (LIC) বা ভারতীয় জীবন বীমা নিগম।

Advertisements

স্বাধীনতার পর থেকেই সাধারণ মানুষকে নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সাহায্য করে আসছে এই সংস্থা।বর্তমানে অনেক প্রতিষ্ঠানই জীবন বীমা করে, কিন্তু এখনও পর্যন্ত মানুষের ভরসার জায়গা এই রাষ্ট্রায়ত্ব বীমা সংস্থা। সম্প্রতি তাঁরা এক বিশেষ স্কিম বা যোজনা নিয়ে এসেছে। যা শুধু মাত্র ভারতীয় মহিলাদের জন্য।

‘আধার শিলা’ (Aadhar Shila) নামের এই স্কিম, মানুষের কাছে যে খুব জনপ্রিয় হয়ে উঠবে শীঘ্রই তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখে নেওয়া যাক এই যোজনাতে নিজের নাম নথিভুক্ত করার জন্য কি কি করণীয়।

প্রথমেই বলে রাখি, এই স্কীমে নিজের নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন হবে আধার কার্ডের। সেই সাথে বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রতিদিন মাত্র ৫৮ টাকা অর্থাৎ বার্ষিক ২১,১৭০ টাকা বিনিয়োগ করলেই কুড়ি বছরের পরে মিলবে কয়েক লক্ষ টাকা। শুধু তাই নয়, সঞ্চিত অর্থের সাথে মিলবে সুদ। এবং তাতে কোনো কর দিতে হবে না সরকারকে। অন্যদিকে কোনো কারণে অকাল মৃত্যু ঘটলে নমিনী পুরো টাকার তিন গুণ অর্থ ফেরত পাবেন। তাই আর কিছু না ভেবে আজই করুন এই নতুন পুলিশি

Advertisements