বাবা থেকেও নেই! মা মানসিক ভারসাম্যহীন, অভাবের সংসার চালাতে রিক্সা চালাচ্ছে কন্যা

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই আবেগঘন নানান খবর উঠে আসে। এমন অনেক ঘটনা মুঠোফোনের পাতায় সাধারণ মানুষ দেখতে পায়, যা তাদের মনে আবেগের সঞ্চার করে। সম্প্রতি এমনই এক মেয়ের সংসার চালানোর কঠিন কাহিনী উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়।
ফারামগেট তেজগাঁও তেজকুনিপাড়া অঞ্চলের বাসিন্দা রুমানা, যার মা মানসিক ভারসাম্যহীন এবং বাবাও বেশ অসুস্থ। তার বাড়িতে রয়েছে ছোট ছোট ভাই-বোন। তাদের দেখাশোনা, বাবার চিকিৎসার খরচ, এমনকি সংসারের হাল পর্যন্ত এসে জুটেছে রুমানার ঘাড়ে। তাই বাধ্য হয়ে রিক্সা চালানোর পথকে বেছে নিয়েছেন ওই যুবতী।
অল্পবয়সী মেয়ে রুমানা তার জীবনের সব স্বপ্ন, শখ, আহ্লাদ জ্বলাঞ্জলি দিয়ে দুই হাতে তুলে নিয়েছে সংসারের দায়ভার! জানা যায় রুমানার বাবার একটি হাতে টানা রিক্সা ছিল আর সেটা নিয়েই রাস্তায় বেরিয়ে পড়েছে সে। এরপর সেই রিক্সাটিকে ব্যাটারি চালিত করে নিয়েছে রুমানা। সারাদিন সারা অঞ্চল ঘুরে ঘুরে, যাত্রীদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কাজে বর্তমানে ব্যস্ত সেই যুবতী।