বন্দে ভারত অতীত! এবার বাংলার মাটিতে ছুটবে ‘ধোঁয়াহীন’ হাইড্রোজেন ট্রেন

পরিবেশ দূষণ কমাতে প্রত্যেকটি দেশ এখন পরিবেশ বান্ধব গাড়ির উপরে অধিক জোর দিচ্ছে। তাছাড়া নিত্যদিন বেড়ে চলেছে জ্বালানির দাম, সেক্ষেত্রে বাজারে আসছে ইলেকট্রিক গাড়ি, বাইক প্রভৃতি। জীবাশ্ম জ্বালানির ওপরেই অধিক জোড় দেওয়া হচ্ছে বর্তমান সময়কালে। এবার গাড়ি, বাইক পেরিয়ে সেই প্রভাব এসে পড়ল ট্রেনেও।
চীন, জার্মানির পর এবার ভারতীয় রেল কর্তৃপক্ষ আনতে চলেছে হাইড্রোজেন চালিত রেলগাড়ি। খুব শীঘ্রই এই হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train) চালানো হবে ভারতে। কয়েক মাস আগে জার্মানিতে সর্বপ্রথম এই হাইড্রোজেন চালিত ‘সবুজ ট্রেন’ চালু করা হয়েছিল। এরপর চীনেও সেই ট্রেন দেখা গিয়েছিল। এবার ভারতীয় রেলও চালাতে চলেছে এই সবুজ ট্রেন। খুব শীঘ্রই যাবতীয় কাজ সম্পন্ন হবে তা জানা গেছে রেল মন্ত্রীর পক্ষ থেকে।
সব কাজ ঠিকঠাক মিটলে ২০২৩ থেকে এই ট্রেন চালানো হবে। বিভিন্ন হেরিটেজ সাইটের ওপর দিয়ে চলবে এই ট্রেন। তার মধ্যে রয়েছে; দার্জিলিং, কালকা সিমলা, নীলগিরি মাউন্টেন প্রভৃতি।
রেলমন্ত্রী ‘অশ্বিনী বৈষ্ণব’ জানিয়েছে, আগে হেরিটেজ রুটগুলোতে চালানো হবে এই বিশেষ ট্রেন। এই হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর ফলে যেমন পরিবেশ দূষণ কম হবে, ঠিক সে রকম ভাবে জ্বালানির খরচ বাঁচানো যাবে।