×
নিউজ

মাত্র ৩ বছর বয়সেই দুটি বিশ্ব রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস-এ নাম বাংলার মেয়ে অভিলাশার

Advertisements
Advertisements

বর্তমানে গোটা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সোশ্যাল মিডিয়ার দ্বারা অতি সহজেই জনপ্রিয়তা পায়। সম্প্রতি এমনই এক খুদের অসামান্য কাহিনী ভাইরাল (viral) হল নেট দুনিয়াতে। মাত্র তিন বছর আট মাস বয়সেই, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (international book of records) নাম তুললো বাঁকুড়ার খুদে ‘অভিলাশা আখুলী’ (Abhilasha Akhuli)।

তার বাবা ‘বিশ্বরূপ আখুলী’, যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট-এর অন্তর্গত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) কর্মী। মা মৌসুমী আখুলী গৃহকর্তী হওয়ার পাশাপাশি তার মেয়ের এই চরম সাফল্যের পিছনে অধিকারিনী; তিনি হলেন তার মেয়ে অভিলাশার আসল শিক্ষা গুরু।

বাঁকুড়ার বিবেকানন্দ মিশনের ছাত্রী ‘অভিলাশা’ মাত্র ৫ মিনিটে ৫১ সেকেন্ডে, ইংরেজি ভাষায় ৬২ টি প্রাণীর শাবকদের নাম এবং তাদের তৈরি শব্দ ও বাসস্থানের নাম টানা মুখস্ত বলে; ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তার এই অসামান্য ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরতে, তার বাবা-মা অনলাইনে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে আবেদন করেছিল। গত জুলাইতে তার এই গুণটি সেখানে রেকর্ড করা হয়, এর পরেই আসল চমক! বাড়িতে আসে শংসাপত্র, মেডেল। এখন আখুলী পরিবারে শুধুই আনন্দের বন্যা!

পড়াশোনাতে অসামান্য গুণী অভিলাশা, তার নিজের বন্ধুদেরকেও খুবই ভালোবাসে। তারাও যাতে তার মতো ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস-এ নাম তুলতে পারে, সেই জন্য উৎসাহ দেয় খুদেটি নিজে। পড়াশোনাতে যেমন তার প্রতিভা, ঠিক সেরকমই নাচ করতেও খুব ভালোবাসে একরত্তি অভিলাশা। ভবিষ্যতে আরো উন্নতির পথে এগোবে এই খুদেটি, তা বলা বাহুল্য।

Advertisements
Advertisements