×
নিউজ

৩১শে জুন পর্যন্ত করানো যাবে আধার-প্যান লিঙ্ক, কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নিয়ম? জেনে নিন বিস্তারিত

Advertisements
Advertisements

চলতি বছরের শুরুতেই দেশের নাগরিকদের নিজস্ব আধার এবং প্যান লিঙ্ক করানোর কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার সময়সীমা অবশ্য ছিল গত ৩১শে মার্চ পর্যন্ত। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামী ৩১শে জুন পর্যন্ত ‘আধার’ (Aadhar) ‘প্যান’ (Pan) লিঙ্ক করতে করবেন সাধারণ মানুষ।

Advertisements

উল্লেখ্য, আমাদের দেশে সাধারণ মানুষের যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক বেশ কয়েক বছর ধরেই। অন্যদিকে বার্ষিক আয় যদি কর দানের যোগ্য হয় তাহলে ‘ইনকাম ট্যাক্স’ (Income Tax) রিটার্নের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু এতদিন পর্যন্ত তার সাথে আধার যোগের কোনো প্রয়োজন ছিল না।

তবে এখনও পর্যন্ত অনেকেই ভাবছেন এই ধরনের নির্দেশিকা কোনোদিনই বাস্তবায়িত হবে না। সেক্ষেত্রে বলে রাখা ভালো আগামী নির্ধারিত দিনের মধ্যে যদি আধারের সাথে প্যান লিঙ্ক না করানো হয় তাহলে ছোট থেকে বড় যেকোনো ধরনের আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাবে। সুতরাং অন্তত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকেও করাতে হবে প্যান আধার লিঙ্ক।

তবে ছাত্র কিংবা নির্দিষ্ট আয়বিহীন কোনো ব্যক্তির প্যান আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে কোনো বাধ্যবধকতা নেই। তাছাড়া ছাড় মিলতে চলেছে বয়স্কদের, যদি আপনার বয়স এই অর্থ বর্ষের হিসাবে ৮০ বা তার বেশি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করলেও হবে আধার এবং প্যান। পাশাপাশি যে সমস্ত ব্যক্তি ভারতীয় নাগরিক না হওয়া সত্বেও কর দান করেন, তাদের করতে হবে না আধার প্যান লিঙ্ক।

Advertisements