ফেসবুকে আলাপ হওয়া প্রেমিককে বিয়ে করতে সুদূর সুইডেন থেকে উত্তরপ্রদেশ উড়ে আসলো যুবতী

“আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী”, কবিগুরুর এই গান সকলের কাছেই পরিচিত প্রেম পর্যায়ের গান হিসাবে। যার মাহাত্ম্য কম বেশি সকলেই জানেন কারণ জীবনে একবারও প্রেমে পড়েনি এমন মানুষ সংখ্যায় খুব কমই আছে। কিন্তু তা বলে বিদেশিনী? হ্যাঁ, এবার ঠিক তেমনটাই ঘটলো উত্তরপ্রদেশে।
২০১২ সালে ‘সুইডেন’র (Sweden) বাসিন্দা ‘ক্রিসটেন লিয়াবার্ট’র (Cristen Liyabart) সাথে ফেসবুক পরিচয় ‘উত্তরপ্রদেশ’র (Uttarpradesh) বাসিন্দা ‘পবন কুমার’র (Paban Kumar)। প্রথমে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম। তারপরে অবশেষে এক দশক পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। শুধু তাই নয়, ভালোবাসার টানে সেই সুদূর সুইডেন থেকে উড়ে এসেছে কনেও।
শুধু কি তাই, রীতিমতো হিন্দু শাস্ত্র মেনে সাত পাঁকে বাঁধা পড়লেন দুজনে। পেশায় ইঞ্জিনিয়ার ‘পবন কুমার’ জানিয়েছে, তাঁদের সম্পর্ক নিয়ে কোনোদিনই সেইভাবে পারিবারিক বাঁধা ছিল না। যা ছিল সেটা শুধু ভৌগলিক দূরত্ব।
उत्तर प्रदेश: स्वीडन की युवती को फेसबुक पर भारतीय युवक से प्यार हुआ, भारत पहुंचकर युवती ने युवक से विवाह किया।
क्रिस्टन लिबर्ट ने कहा, “मैं भारत इससे पहले भी आई हूं, मुझे भारत बेहद पसंद है और मैं इस शादी से बेहद खुश हूं।” (28.01) pic.twitter.com/eaw8UWnO1s
— ANI_HindiNews (@AHindinews) January 28, 2023
তবে আজ আর কিছুই দূর নেই। মনের মিলন তো ঘটেছিল অনেকদিন আগেই, এবার চার হাত এক হলো দুজনের। স্থানীয় একটি স্কুলের প্রাঙ্গণে হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন প্রায় কয়েকশো মানুষ। সকলেই নব দম্পতিকে আশীর্বাদ করেছেন। এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকে আবার মজার ছলে বলেছেন, “তাহলে কি এবার অষ্টমঙ্গলা করতে সুইডেন পারি দেবে পবন, নাকি একেবারেই মধুচন্দ্রিমা সেরে নেবে”! তবে সব শেষে সকলের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করেছে নব দম্পতি। তাঁদের পাশে রয়েছে পরিবারও।