×
নিউজ

দৈত্যাকার কিং কোবরা নিয়ে কারসাজি দেখাতে গিয়ে বিপাকে পড়লো যুবক! কোনমতে সাপের হাত থেকে বাঁচলো প্রাণ

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে সাপের বিভিন্ন ভিডিও ভাইরাল (viral) হয়ে থাকে; তবে সাপ নিয়ে কেরামতি করার এমন ভিডিও হয়তো খুব কমই দেখেছেন নেটিজেনরা। এই ভিডিও দেখে রীতিমত ‘ভয়ে আতঙ্কিত’ নেট পাড়ার বাসিন্দারা! তবে যুবকের সাহস সত্যিই ভয় পাওয়ানোর মতোই।

Advertisements

ভিডিওতে দেখা গেছে, ১২ ফুটের চওড়া একটি ‘শঙ্খচূড় সাপ’ যাকে গ্রামের রাস্তায় দেখতে পেয়েছে ‘মাইক হোলস্টন’ নামের এক একটি যুবক; দেখার পরেই সে সেই সাপটিকে নিজের আয়ত্তে আনতে চেয়েছে। ইনস্টাগ্রামে( instagram) তার নিজের অ্যাকাউন্ট-এ সে ভিডিও টি দেওয়া মাত্রই; ভাইরাল (viral) হয়ে যায় সেটি।

তবে সাপটিকে আয়ত্তে আনা তো, মোটেই সহজ কাজ নয়; ঠিক তাই হলো , এমন টা করতে গিয়েই বাড়ল বিপদ! সাপের লেজের দিক টি ধরে সে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছিলো; সেই সময় সাপটি তার ‘হাত ফসকে’ নিচে পরে যায়। এরপর মাইক যখন আবারো সেটিকে তুলতে যায়; সাপটি তার দিকে ফনা তুলে এগিয়ে আসে! তবুও যুবকটি হাল না ছেড়ে চেষ্টা করে গেছে, তাকে ‘নিয়ন্ত্রনে’ আনার।তবে অল্পের জন্য বেচেঁ যায় যুবক। কাজেই যুবকের সাহসও খুবই ‘প্রসংশনীয়’! তবে কেউ কেউ বলেছে এত বড় একটি বিষধর সাপ নিয়ে ছেলে-খেলা একদমই উচিত নয়।

Advertisements