এককালীন ৩ লক্ষ টাকার বিনিয়োগ করে প্রতি মাসে পেয়ে যান ৬০ হাজার! SBI নিয়ে এলো দুর্দান্ত সুযোগ

টাকা আয় ও ব্যয়ের পাশাপাশি জমানো হল জীবনের এক অন্যতম লক্ষ্য। অনেকেই টাকা জমানোর ভরসাযোগ্য স্থান হিসেবে বেছে নেয় সরকারি ব্যাংকগুলিকে। এর মধ্যে অন্যতম হলো এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (state bank of India)। এবার এসবিআই নিয়ে এলো এক দুর্দান্ত স্কিম, যেখানে ৩ লক্ষ টাকা বিনিময়ে মাস গেলে পাওয়া যাবে ৬০ হাজার টাকা পর্যন্ত।
এর জন্য কিনতে হবে SBI ATM Franchisee। আপনার কাছে যদি থেকে থাকে ৩ লক্ষ টাকা সাথে নিজের জমি, তাহলে পাওয়া যাবে এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি। তবে আরও বেশ কিছু নিয়ম পালন করতে হবে এই এটিএম চালানোর জন্য।
১) তিন থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ফ্রাঞ্চাইজির জন্য।
২) গ্রাউন্ড ফ্লোরে একটি জায়গা থাকতে হবে। এর থেকে বেশি উপরে হলে চলবে না।
৩) জায়গাটি থাকতে হবে কোন জনবহুল এলাকায় । এছাড়া ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গা থাকতে হবে।
৪) অন্য এসবিআই এটিএম থেকে ন্যূনতম ১০০ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে।
৫) প্রতিদিন কমপক্ষে ৩০০ টি করে transaction হতে হবে। এটিএমে যতগুলো ট্রানজাকশন হবে তার বিনিময়ে কিছু কমিশন দেয়া হবে.। সেই কমিশন থেকে প্রতিমাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। তবে নির্দিষ্ট দিনে বা মাসে নির্দিষ্ট কোন তারিখে এই টাকা পাওয়া যাবে না।