আজব শখ! ১২ লাখ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হলেন এক ব্যক্তি

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই পোষ্য প্রাণীদের ওপর ভালবাসার নিদর্শন হামেশাই ধরা পড়ে। তবে ভালোবাসার পাশাপাশি কেউ যে পশুতেই রূপান্তরিত হয়ে যাবে, এরকম কাহিনী হয়তো কেউই শোনেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এমনই এক ঘটনা, রীতিমতো আতঙ্কিত করেছে সাইবারবাসীকে। যেখানে কিনা মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হয়েছে একজন। সত্যিই এমন আজব শখ কি কারোর হতে পারে!
জানা গেছে জাপানের এক ব্যক্তি কুকুর হওয়ার শখ ছিল এবং ইতিমধ্যে সে তার কুকুর হওয়ার শখ পুরনও করেছে। কুকুরের মতনই নিজের নাম রেখেছেন টোকো। মানুষ হয়ে জন্মালেও ছোটবেলা থেকেই তার কুকুর ভালো লাগতো বলে, কুকুর হিসেবে বাঁচতে চেয়েছিলেন। ১২ লাখ টাকা খরচ করে শেষ পর্যন্ত নিজেরই আজব শখকে পূরণ করে ছাড়লেন তিনি।
কুকুর হিসেবে রূপান্তরিত হওয়ার পর জাপানের ওই ব্যক্তি কলি, রীতিমত হাঁটাচলা, আদব কায়দা সবকিছুই কুকুরের মতো রপ্ত করে নিয়েছেন। তবে তার চারপাশে অনেকেই এটি মেনে নিতে পারেনি। টোকো অবশ্য জানিয়েছে, “আমি আমার বন্ধুদের এইসব বিষয়ে বলি না কারণ তারা আমাকে অদ্ভুত ভাববে। মানুষ থেকে প্রাণীতে রূপান্তরিত হয়েছি বলে, পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাই অবাক হয়েছিল”। তবে তিনি জানান, পেট ঘষে হাঁটা থেকে শুরু করে, পাঁজরের উপর হাঁটা কুকুরের এইসব ধরণ তার বড়ই প্রিয়।
টোকো নিজের ইউটিউব চ্যানেল থেকে মনের কথাগুলি সকল বিশ্ববাসীর উদ্দেশ্যে জানিয়েছেন। প্রত্যেকেই তাকে আশ্বাস দিয়ে বলেছে, নিজের বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনকে সবকিছু জানিয়ে দিতে। ইতিমধ্যেই ফেসবুক ইনস্টাগ্রাম সকল জায়গা থেকে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।