ছাগলছানাকে নিজের দুধ খাওয়াচ্ছে এক গো-মাতা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব কম সময়ে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। বিভিন্ন ধরনের অবাক করা ঘটনা আমাদেরকে রীতিমতো হাসিয়ে তোলে। যদিও কিছু কিছু ঘটনা দেখে চোখে জল চলে আসে। তবে সম্প্রতি এমন এক ঘটনা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যা দেখে অবাক হতে হয়।
কথায় আছে মায়ের মত আপন কেউ হয় না। মায়ের জায়গা কেউ কোনদিন নিতেই পারবেনা। এছাড়া মায়ের বিকল্প কোনদিন হয়না। তবে এই কথাটা যে শুধুমাত্র কথার কথা নয় কাজেরও কথা তা আরো একবার প্রমান মিলল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গরু মাতৃস্নেহে ছাগলের ছানা কে দুধ পান করাচ্ছে। আর ছাগল ছানা ও গরুর দুধ থেকে দুধ খাচ্ছে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। একজন প্রাণীর অন্য প্রাণীর ওপর এরকম টান দেখে প্রত্যেকে অবাক হয়ে গিয়েছেন। ওই গরুর এরকম মাতৃসুলভ আচরণ দেখে নেটিজেনরা বেশ অবাক হয়েছেন।