×
নিউজ

স্টেট ব্যাংকে ক্লার্ক পদে 9663 নিয়োগ, চাকরির বিরাট সুযোগ

Advertisements
Advertisements

স্নাতক ছাত্র ছাত্রীদের জন্য চাকরির বিরাট সুযোগ নিয়ে এলো ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (State Bank Of India)। সম্প্রতি তাঁরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে কোনো স্তরে স্নাতক পাশদের জন্য ‘জুনিয়র অ্যাসোসিয়েট’ (Junior Associate)পদে প্রায় কয়েক হাজার প্রার্থী নিতে চলেছে এই রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান। প্রতি বছর এই পদে অসংখ্য নিয়োগ করে এই সংস্থা আর এবারও সেই একই পথে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

ভারতের যেকোনো প্রান্তের স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে সেক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এখন দেখে নেওয়া যাক এই পদে আবেদনের জন্য কি করতে হবে।

প্রথমেই এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে প্রয়োজনীয় নথি অর্থাৎ আধার কার্ড, নিজের পড়াশোনার যাবতীয় শংসাপত্র, জাতি ভিত্তিক শংসাপত্র দিয়ে ভালো করে আবেদন করতে হবে। আবেদনের ফি হিসাবে সাধারণ এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং অন্যান্য সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ১০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। তারপরে সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়।

এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, নিয়োগ প্রক্রিয়া হবে তিনটি পর্যায়ে। প্রাথমিকভাবে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাকা হবে। তারপরে যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। তাই আর দেরি না করে আজই আবেদন করুন চাকরির জন্য।

Advertisements